অব্যাহতি নিলেন রান আউট পরিচালক
দশ বছর আগে যখন সঙ্গীতকে এক প্রকার বিদায় জানিয়েছিলেন তখন তাকে সবাই ভাইকিংস ব্যান্ডের ভোকাল হিসেবেই চিনতো। গান থেকে দূরে সরে গেলেও শিল্পচর্চা থেকে সরেন নি তিনি। প্রথমে টিভি পর্দায় নির্মাতা হিসেবে জায়গা করে নিয়েছেন, তারপর এসেছেন চলচ্চিত্রে। তার সুনির্মিত দুটি চলচ্চিত্রই মুক্তি পেয়েছে এই বছর – পদ্ম পাতার জল এবং রান আউট। আশা জাগিয়েছে লক্ষ সিনেমাপ্রেমির মাঝে। কিন্তু এর মাঝেই হঠাৎ অব্যাহতির ঘোষনা দিলেন পরিচালক তন্ময় তানসেন।
আমি অব্যাহতি নিলাম। কারন ব্যক্তিগত এবং সুনির্দিষ্ট। আমার ভুলে ভরা সৃস্টি যারা মেনে নিয়ে ভালোবেসেছেন, পাশে থেকেছেন, আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন আগামীর, তাদের কাছে আমি কৃতজ্ঞ এটা ভেবে যে আমাকে নিয়েও স্বপ্ন দেখা যায় :)। জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে আপনাদের কথা। ক্ষমা করে দেবেন আমাকে।
ফেসবুকে দেয়া স্ট্যাটাসে এটুকুই লিখেছেন তন্ময়। অব্যাহতি বলতে কি চলচ্চিত্র থেকে অব্যাহতি নিলেন নাকি নির্মানকার্য থেকে কিংবা শিল্পচর্চার সকল কার্যক্রম থেকে তা স্পষ্ট হয় নি রান আউটের মাধ্যমে আবারও ভাইকিংসকে ফিরিয়ে আনা তন্ময়ের দেয়া এ স্ট্যাটাসে। তবে রান আউট মুক্তির মাসখানেকের ব্যবধানে এরকম বক্তব্যকে সবাই চলচ্চিত্র নির্মান থেকে অব্যাহতি নেয়াকেই ধরে নিয়েছেন সকল ভক্ত সিনেমাপ্রেমি। সিদ্ধান্ত থেকে ফিরে আসার আকুল আবেদন জানিয়ে যাচ্ছেন সকলেই। কিন্তু তন্ময় তানসেন নিরব – কারও প্রশ্নের উত্তরও দেন নি তিনি।