অস্থিরতা শেষে রান
শিশু সাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবালের উপন্যাস ক্যাম্প অবলম্বনে নাট্য অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি তার প্রথম চলচ্চিত্র রান শুরু করেছিলেন ২০১২ সালে। দুই বছরের বেশী পেরিয়ে গেলেও ছবিটির নির্মান কাজ শেষ হয় নি। সম্প্রতি আফসানা মিমি জানিয়েছেন শীঘ্রই কাজ শুরু করে আগামী বছরের শুরুতে ছবিটি মুক্তি দিচ্ছেন।
মিমি জানিয়েছেন, গত বছর সিলেটে প্রচুর বৃষ্টিপাতের কারণে নির্ধারিত সময়ে পুরো কাজ করা সম্ভব হয়নি। শিগগিরই রাজনৈতিক অস্থিরতা কমে গেলে রান ছবির কাজ শুরু করবেন বলে আশা করছেন মিমি। মিমি বলেন, ‘এ বছরের শেষ নাগাদ ছবিটির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। আগামী বছরের শুরুতে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’
অবশ্য গত বছরের মাঝামাঝি সময়ে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় প্রযোজনা সংস্থা ছবিটির জন্য বিনিয়োগ বন্ধ করে দিয়েছেন। প্রায় ষোল কোটি টাকা খরচ হয়ে গেলেও মাত্র বিশ মিনিটের ফুটেজ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছিল।