আজ থেকে চার মহাদেশের শতাধিক পর্দায় ‘তুফান’
বাংলাদেশে সাফল্যের পর রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ আজ মুক্তি পেতে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে। ২৮ জুন একযোগে মুক্তি পাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, সুইডেন, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন।
সব মিলিয়ে ২৮ জুন থেকে ১৪টি দেশের শতাধিক পর্দায় চলবে শাকিব খান অভিনীত ‘তুফান’।
বলা হচ্ছে, অগ্রিম টিকিট বিক্রিতে অস্ট্রেলিয়ায় নতুন রেকর্ড গড়েছে এ বাংলা ছবি। মুক্তির ১০ দিন আগেই সেখানে ২ হাজারেরও বেশি টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। সংশ্লিষ্টরা জানান, ইতোপূর্বে কোনো বাংলা সিনেমা মুক্তির আগে এত অগ্রিম বিক্রির নজির নেই। এর আগে দেশটিতে সর্বোচ্চ ৮০০ অগ্রিম টিকিট বিক্রি ‘পরাণ’ ছবির।
আন্তর্জাতিক বাজারে ‘তুফান’-এর পরিবেশক হিসেবে আছে বঙ্গজ ফিল্মস ও বায়স্কোপ ফিল্মস। এছাড়া যৌথ প্রযোজনার এ সিনেমার অন্যতম অংশীদার এসভিএফ ২৮ জুন পশ্চিমবঙ্গে ‘তুফান’ মুক্তি দেয়ার কথা বললেও এখন পিছিয়ে এসেছে। এর আগে পাইরেসির কারণে বাংলাদেশের সঙ্গে একই দিনে সিনেমাটি মুক্তির বিরোধিতা করা হয়।
এদিকে এক ফেসবুক স্ট্যাটাসে পরিচালক রায়হান রাফী বলেছেন, ’রেকর্ড ব্রেকিং কালেকশন। ২৫ বছরের সকল সেল রিপোর্ট ব্রেক করে তুফান এখন নাম্বার ১।’
অন্যদিকে কোনো সূত্রের উল্লেখ না করে শাকিব খানের পিআর করে এমন একটি সংবাদমাধ্যম বলেছে, ‘জানা যায়, প্রথম সপ্তাহেই ২০ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে তুফানের এবং ১০দিনে প্রায় ২৫ কোটি টাকার টিকেট বিক্রি হয়েছে!’