আজ থেকে ‘তারেক মাসুদ উৎসব’
আজ প্রয়াত জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ৫৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ এবং আগামীকাল তারেক মাসুদ উৎসব এর আয়োজন করেছে যৌথভাবে তারেক মাসুদ মেমরিয়াল ট্রাস্ট এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
দুদিনব্যাপী এই উৎসবে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা, তথ্যচিত্রের ডিভিডি-র মোড়ক উন্মোচন, বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ইত্যাদি। শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিকাল চারটায় উৎসব শুরু হবে।
উৎসবের প্রথম দিন প্রথমবারের মতো প্রদর্শন হবে চিত্রশিল্পী এসএম সুলতানের ওপর তারেক মাসুদ নির্মিত তথ্যচিত্র ‘আদমসুরত’-এর ডিজিটাল রূপান্তর। ‘সিনেমার জাতীয় পরিভাষা নির্ণয়ের আকাঙ্ক্ষা ও তারেক মাসুদের আদমসুরত’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করবেন চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিক। এছাড়া তারেক মাসুদের লেখা চিত্রনাট্য ও গানের সংকলিত গ্রন্থ ‘চলচ্চিত্র লেখা : চিত্রনাট্য ও গান’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ শামুসল হক।
উৎসবের দ্বিতীয় দিন আগামীকাল থাকছে তারেক মাসুদের ওপর প্রসূন রহমান নির্মিত তথ্যচিত্র ‘ফেরা’র ডিভিডি প্রকাশনা অনুষ্ঠান। তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট প্রযোজিত ৩৮ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্র ডিভিডি আকারে প্রকাশ ও পরিবেশন করছে লেজার ভিশন। ডিভিডি প্রকাশনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উন্নয়নকর্মী খুশি কবির, লেজার ভিশনের স্বত্বাধিকারী আরিফুর রহমান এবং নির্মাতা প্রসূন রহমান। প্রকাশনা অনুষ্ঠান শেষে প্রদর্শিত হবে তথ্যচিত্র ‘ফেরা’। এ দিনের আয়োজনের শেষভাগে রয়েছে প্রথমবারের মতো প্রবর্তিত ‘তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা’র পুরস্কার প্রদান অনুষ্ঠান।