আবার চলছে ওয়ান্টেড
চলচ্চিত্র শিল্পীদের প্রতিবাদে আমদানীকৃত ভারতীয় সিনেমা ওয়ান্টেড সিনেমা হল থেকে নামিয়ে দেয়ার একদিন পরেই কিছু কিছু হলে পুনরায় প্রচার শুরু হয়েছে। বাংলা মুভি ডেটাবেজ (বিএমডিবি)-র এক সরেজমিনে এ চিত্র দেখা গেছে।
গতকাল শনিবার ঢাকার পূর্ণিমা, শ্যামলী, সৈনিক ক্লাব ও আনন্দ সিনেমা হলসহ সারাদেশে ১০-১২টি হলে ছবিটির প্রদর্শনী বন্ধ হওয়ার সংবাদ প্রায় সকল সংবাদ মাধ্যমেই প্রচারিত হয়। চলচ্চিত্রটির আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স ইনউইন এন্টারপ্রাইজ ও মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদও পূর্ণিমা ও শ্যামলী হলে ওয়ান্টেডের প্রদর্শনী বন্ধ হওয়ার কথা স্বীকার করেছিলেন। কিন্তু রবিবার সকাল থেকেই কিছু কিছু হলে আবারও ছবিটির প্রদর্শনী শুরু হয়েছে। ফার্মগেটের আনন্দ সিনেমা হল এবং কারওয়ানবাজারের পূর্ণিমা সিনেমাহলে আবারও ওয়ান্টেড সিনেমার ব্যানার টাঙ্গানো হয়েছে।
গতকাল পরিচালক সমিতির সহসভাপতি সোহানুর রহমান সোহান জানিয়েছিলেন তাদের অব্যাহত আন্দোলনের ফলে সারা দেশের সকল সিনেমা হলেই প্রদর্শনী বন্ধ হয়ে যাবে। সময়ই বলে দেবে – শেষ পর্যন্ত কি হবে।
ken? ticket er paisa to amra dei. madarchot sohan er to sob film e nokol.
very bad.