Select Page

ঈদের তিনদিনে ছোটপর্দায় যত সিনেমা

ঈদের তিনদিনে ছোটপর্দায় যত সিনেমা

zero_BG_868670956ছোটপর্দার ঈদ উপহারে বরাবর থাকে বাংলা সিনেমা। এবারও থাকছে শতাধিক সিনেমা। এর মাঝে বেশ কিছু নতুন সিনেমার প্রিমিয়ার হবে। এ ছাড়া থাকছে জনপ্রিয় সিনেমা। আর বেশি দেখা যাবে শাকিব ও অপুকে। এবার জেনে নিন ১৪টি চ্যানেল প্রথম তিনদিনে কী কী সিনেমা প্রচার করবে—

দেশ টিভি

সবকটি সিনেমা প্রচার হবে সকাল সাড়ে ১০টায়। ঈদের দিন : তোমার জন্য মরতে পারি (শাকিব খান, অপু বিশ্বাস)। ২৬ সেপ্টেম্বর, শনিবার : রোমিও ২০১৩ (বাপ্পি, সারা জেরিন)। ২৭ সেপ্টেম্বর, রোববার : দেশ দরদী (মান্না, ঋতুপর্ণা)।

চ্যানেল আই

ঈদের দিন ২ টার সংবাদের পর প্রার্থনা (জয়, মৌসুমী নাগ, কল্যাণ, নওশিন, তৌকীর আহমেদ)। এর পর প্রতিদিন সকাল সাড়ে ১০টায়। ২৬ সেপ্টেম্বর, শনিবার : জিরো ডিগ্রী (জয়া, মাহফুজ আহমেদ, রুহি, মীর রাব্বী)। ২৭ সেপ্টেম্বর, রোববার : কমন জেন্ডার। ২৯ সেপ্টেম্বর, সোমবার : গাড়িওয়ালা। ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার : তোমার কাছে ঋণী (সায়মন, তমা মীর্জা)।

বিটিভি

ঈদের দিন ১২.১০ : তুমি আমার প্রেম। ২৬ সেপ্টেম্বর, শনিবার ২.১৫ : পিতামাতার আমানত। ২৭ সেপ্টেম্বর, রোববার ২.১৫ : বাবা আমার বাবা।

tumi-valobahsa-amare-video-song-kothin-protishodh-movie

এটিএন বাংলা

২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ৩.১০ : জিদ্দি মামা (শাকিব খান, অপু বিশ্বাস, রোমানা)। এর পরের সিনেমাগুলো প্রতিদিন সকাল ১০টা ২০ মিনিটে প্রচার হবে। ঈদের দিন : অনেক সাধনার পরে (শান্ত, অঞ্জলি, নিঝুম)। ২৬ সেপ্টেম্বর, শনিবার : হিরো দ্য সুপার স্টার (শাকিব খান, অপু বিশ্বাস, ববি, মিশা)। ২৭ সেপ্টেম্বর, রোববার : মোস্ট ওয়েলকাম টু (অনন্ত জলিল, বর্ষা, সোহেল রানা, চম্পা, মিশা)।

এনটিভি

প্রতিদিন সকাল ১০টা ৫ মিনিট প্রচার হবে বাংলা সিনেমা। ঈদের দিন : বলো না তুমি আমার (শাকিব খান, শখ, তমা মির্জা, নীরব)। ২৬ সেপ্টেম্বর, শনিবার : ইউ টার্ন (শিপন, মৌটুসী, সোনিয়া, আইরিন, শহীদুজ্জামান সেলিম)। ২৭ সেপ্টেম্বর, রোববার : বিয়ে বাড়ি (শাকিব খান, রোমানা, রাজ্জাক, ববিতা)।

এসএ টিভি

প্রতিদিন সকাল সাড়ে ১০টায় প্রচার হবে বাংলা সিনেমা। ঈদের দিন : হারানো মানিক (আলমগীর, বুলবুল আহমেদ, ববিতা, রোজিনা)। ২৬ সেপ্টেম্বর, শনিবার : অনুরাগ (রাজ্জাক, উজ্জ্বল, শাবানা)। ২৭ সেপ্টেম্বর, রোববার : ঘুড্ডি (রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা)।

ghuddi-1

বাংলাভিশন

প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিটে প্রচার পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি। ঈদের দিন : প্রেমিক নাম্বার ওয়ান (শাকিব খান, অপু বিশ্বাস)। ২৬ সেপ্টেম্বর, শনিবার : এ বাঁধন যাবে না ছিঁড়ে (রিয়াজ, শাবনূর, দিতি)। ২৭ সেপ্টেম্বর, রোববার : মনে প্রাণে আছো তুমি (শাকিব খান, অপু বিশ্বাস)।

এশিয়ান টিভি

প্রতিদিন সকাল ৯টায় প্রচার হবে বাংলা সিনেমা। ঈদের দিন : নাম্বার ওয়ান শাকিব খান (শাকিব খান, অপু বিশ্বাস)। ২৬ সেপ্টেম্বর, শনিবার : শান্ত কেন মস্তান (রাজ্জাক, মান্না, শাহনাজ)। ২৭ সেপ্টেম্বর, রোববার : মেজর সাহেব (মান্না, মৌসুমী)।

আরটিভি

প্রতিদিন সকাল ১০টা ৪০ ও সোয়া ২টায় মিনিটে প্রচার হবে সিনেমা। ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার : রাজা বাংলাদেশী (মান্না)। ঈদের দিন : লোভে পাপ পাপে মৃত্যু (রিয়াজ, পূর্ণিমা) ও সবার উপরে তুমি (শাকিব খান, স্বস্তিকা)। ২৬ সেপ্টেম্বর, শনিবার : অংক ও বাজাও বিয়ের বাজনা (রিয়াজ, অপু বিশ্বাস)। ২৭ সেপ্টেম্বর, রোববার : বেদের মেয়ে জ্যোৎস্না (ইলিয়াস কাঞ্চন, অঞ্জু) ও সিটি টেরর (মান্না, পপি, শাকিব খান)।

চ্যানেল নাইন

প্রতিদিন সকাল সাড়ে ১০টায় প্রচার হবে বাংলা সিনেমা। ঈদের দিন : জীবন মরণের সাথী (শাকিব খান, অপু বিশ্বাস, আলমগীর, দিতি)। ২৬ সেপ্টেম্বর, শনিবার : জ্বী হুজুর (সাইমন, সারাহ জেরিন)। ২৭ সেপ্টেম্বর, রোববার : শিল্পী (আলমগীর, রুনা লায়লা)।

মাছরাঙা টিভি

প্রতিদিন দুপুর আড়াইটায় প্রচার হবে বাংলা সিনেমা। ঈদের দিন : চোরাবালি (ইন্দ্রনীল, জয়া আহসান)। ২৬ সেপ্টেম্বর, শনিবার : আমার প্রাণের প্রিয়া (শাকিব খান, মিম)। ২৭ সেপ্টেম্বর, রোববার : দ্য স্পিড (অনন্ত জলিল)।

একুশে টিভি

প্রতিদিন সকাল সাড়ে ১০টায় সিনেমা প্রচার করবে চ্যানেলটি। ঈদের দিন : মনের ঘরে বসত করে। ২৬ সেপ্টেম্বর, শনিবার : আমার জান আমার প্রাণ। ২৭ সেপ্টেম্বর, রোববার : পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী।

গাজী টিভি

প্রতিদিন সকাল সাড়ে ৮টায় ও বেলা ১২টা ১০ মিনিটে চ্যানেলটি প্রচার হবে সিনেমা। ঈদের দিন : প্রেমের তাজমহল (রিয়াজ, শাবনূর, রাজিব) ও মনের মাঝে তুমি (রিয়াজ, পূর্ণিমা)। ২৬ সেপ্টেম্বর, শনিবার : তুমি আমার মনের মানুষ (শাকিব খান, অপু বিশ্বাস) ও মিয়া বাড়ির চাকর (রাজ্জাক, শাকিব খান, অপু বিশ্বাস)। ২৭ সেপ্টেম্বর, রোববার : চার সতীনের ঘর (আলমগীর, ববিতা, দিতি, শাবনূর) ও মোল্লাবাড়ির বউ (রিয়াজ, মৌসুমী, শাবনূর, এ টি এম শামসুজ্জামান)।

বৈশাখী টিভি

প্রতিদিন সকাল ১০টা ৫০ মিনিটে প্রচার হবে সিনেমা। ঈদের দিন : মায়ের মত ভাবী (রাজ্জাক, ফেরদৌস, রচনা, তাপস পাল, শতাব্দী রায়, সুজাতা)। ২৬ সেপ্টেম্বর, শনিবার : ইঞ্চি ইঞ্চি প্রেম (বাপ্পী, ববি, শ্রাবণ, সাথী)। ২৭ সেপ্টেম্বর, রোববার : দাদীমা (শাকিব খান, অপু বিশ্বাস, মিশা)।


মন্তব্য করুন