ঈদের পাঁচ ছবি
প্রতি বছর ঈদে রেকর্ডসংখ্যক ছবি মুক্তি পায়। এক ঈদে সর্বাধিক ১৬টি ছবি মুক্তির রেকর্ডও সৃষ্টি হয়েছিল। তবে গত কয়েক বছর ধরে ৫ থেকে ৬টি ছবি ঈদে মুক্তি পাচ্ছে। এবারের ঈদেও একই সংখ্যক ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকলেও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অনুমোদন সাপেক্ষে ঈদের প্রতিযোগিতায় এগিয়ে গেছে ৩টি ছবি। এছাড়া টিভি চ্যানেলকেন্দ্রিক ছবি রয়েছে দুটি।
যে ছবিগুলো বেশিসংখ্যক হলে মুক্তি পাবে, সেগুলো হলো- অনন্ত জলিল পরিচালিত ‘নিঃস্বার্থ ভালোবাসা’, বদিউল আলম খোকন পরিচালিত ‘মাই নেম ইজ খান ’ এবং পি এ কাজলপরিচালিত ‘ভালোবাসা আজকাল’। তিনটি ছবিই ৩৫ মি.মি. এবং ডিজিটাল উভয় প্রযুক্তিতে প্রায় ৫০টি করে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এর বাইরে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘আয়না কাহিনী’ ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এভারেস্ট বিজয়ী প্রয়াত সজল খালেদ পরিচালিত ‘কাজলের দিনরাত্রি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে।
এছাড়া ডিজিটাল পদ্ধতিতে নির্মিত বেশ কিছু ছবি ঈদে মুক্তির জন্য আগ্রহ প্রকাশ করলেও প্রেক্ষাগৃহ সঙ্কটের কারণে নিশ্চিত কোন সম্ভাবনা তাদের সামনে নেই। সারা দেশে বর্তমানে চলমান প্রেক্ষাগৃহের তালিকা প্রায় ৪৫০। এর মধ্যে মাত্র ১০০ থেকে ১২০টি প্রেক্ষাগৃহ ডিজিটাল করা হয়েছে। আবার প্রায় ৮০টি প্রেক্ষাগৃহ একটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে।
সুত্র: মানবজমিন
excellent.