এই ২১ হলে মৌসুমীর ‘ভাঙন’ ও ‘দেশান্তর’
করোনার কারণে প্রায় দুই বছর বিরতির বড়পর্দায় ফিরলেন মৌসুমী। একই শুক্রবারে আজ মুক্তি পেল দুই ছবি। আবার দুটোই নির্মিত হয়েছে ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে। এর মধ্যে মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘ভাঙন’ ১৯টি হল পেলেও আশুতোষ সুজন পরিচালিত ‘দেশান্তর’ মাত্র দুটিতে।
নিজের ছোট গল্প অবলম্বনে ‘ভাঙন’ নির্মাণ করেছেন মির্জা সাখাওয়াৎ হোসেন। এতে মৌসুমীর সঙ্গে আছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, মির্জা আফরিন, হিমেল রাজ, মিশু চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, রাশেদা চৌধুরী প্রমুখ।
সিনেমাটি এই ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে— ঢাকার লায়ন সিনেমাস, আনন্দ, সৈনিক ক্লাব, গীত, নিউ গুলশান ও আজাদ। ঢাকার বাইরে পুরবী (ময়মনসিংহ), মমতা (মাধবদী), চাঁদমহল (কাঁচপুর), শঙ্খ (খুলনা), অভিরুচি (বরিশাল), বিজিবি অডিটোরিয়াম (সিলেট), মধুবন, মম ইন (বগুড়া), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মোহন (হবিগঞ্জ), তাজ (নওগাঁ), মাধবী (মধুপুর) ও ছন্দ (নরসিংদী)।
অন্যদিকে কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে ‘দেশান্তর’ বানিয়েছেন আশুতোষ সুজন। এটি মুক্তি পেয়েছে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস এবং পুরান ঢাকার লায়ন সিনেমাসে। হলসংখ্যা নিয়ে আশুতোষ সুজন বললেন, প্রথম সপ্তাহে দুটি হলে প্রদর্শিত হচ্ছে। দ্বিতীয় সপ্তাহে স্টার সিনেপ্লেক্সসহ আরও কিছু হলে দেওয়ার পরিকল্পনা আছে।
দেশভাগ, দেশপ্রেম এবং প্রেমের গল্পে নির্মিত হয়েছে ‘দেশান্তর’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আহমেদ রুবেল, ইয়াশ রোহান, রোদেলা টাপুর, মামুনুর রশীদ, শুভাশিস ভৌমিক, মোমেনা চৌধুরী প্রমুখ।