
‘একটি অর্ধেক প্রেমের গল্প’ প্রথম লটের শুটিং শেষ

পরিচালক জানান, ছবিটি এমন এক ভালবাসার গল্প। রাজধানী ঢাকাকে ঘিরে গড়ে ওঠা গল্পটি শেষপর্যন্ত আবর্তিত হয়েছে একটি থ্রিলারে, আর বাদ পড়েনি দুর্দান্ত কিছু অ্যাকশন দৃশ্যের।
চলচ্চিত্রটির প্রধান চরিত্রে রুপদান করছেন ইমরান ইমু, সুমনা সোমা ও ক্যাটরিনা ক্রোড়ি।
চলচ্চিত্রটি প্রযোজনা করছে মিডিয়াএইড বাংলাদেশ।
উল্লেখ্য শিশির কিছুদিন আগে নির্মাণ শেষ করেছেন সরকারী অনুদানের ছবি ‘গাড়িওয়ালা’, যা আগামী বিশ্ব শিশু দিবসে মুক্তি দেওয়া হবে।