Select Page

কম মূল্যে সিনেমা দেখা

কম মূল্যে সিনেমা দেখা

রাজধানীর image_59731_0বলাকা সিনেওয়ার্ল্ডে এখন সপ্তাহের সাতদিনই সকাল দশটায় প্রদশর্নী শুরু হয়। এ প্রদর্শনীতে দর্শক অন্য শো’র চেয়ে কম মূল্যে টিকেট কেনার সুযোগ পান। 

সাধারণ সময়ে বলাকা-১ এ টিকেটের দাম রাখা হয় ১০০ ও ২০০ টাকা এবং বলাকা-২ এ ১০০ ও ১৫০ টাকা। কিন্তু সকালের প্রদশর্নীতে টিকিটের দাম  বলাকা ১,-এ ৬০ ও ১০০ টাকা এবং বলাকা-২ এ ৬০ ও ৮০ টাকা।
দেশের প্রথম সারির এই প্রেক্ষাগৃহটিতে আগে শুধু শুক্রবার ও শনিবার সকালের প্রদর্শনী চলতো। বলাকা পূর্ণাঙ্গ ডিজিটাল সুযোগ-সুবিধা সম্বলিত।
নতুন এই সুবিধাকে তরুণ দর্শকরা ফেসবুক মন্তব্যের মাধ্যমে সাধুবাদ জানিয়েছেন।


১ Comment

  1. সাব্বির

    বলাকা ২ তে খুব সম্ভবত ৩৫০০ লুমেন্স এর হিটাছি প্রজেক্টর আর সাদা কাপড় দিয়ে বানানো পর্দা দিয়ে ছবি দেখানো হয়, খুব খেয়াল করে দেখলে জোড়া আছে বুঝা যায়। সেটা বুঝি ডিজিটাল !

Leave a reply