Select Page

‘কাজল রেখা’ নিয়ে আন্তর্জাতিক পরিবেশকের আকাশছোঁয়া প্রত্যাশা, মুক্তি কবে?

‘কাজল রেখা’ নিয়ে আন্তর্জাতিক পরিবেশকের আকাশছোঁয়া প্রত্যাশা, মুক্তি কবে?

কাজল রেখা’ গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নের সিনেমা। মুক্তির তারিখ বারবার পেছানো নিয়ে বাজারে এ নির্মাতার ‘সুনাম’ আছে। নতুন সিনেমাটিও বারবার সেই দশায় পড়ছে। তা সত্ত্বেও ‘কাজল রেখা’ নিয়ে আশাবাদী বাংলা সিনেমার উত্তর আমেরিকা ভিত্তিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কোয়ারক্রো।

সর্বশেষ আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তির কথা ছিল ‘কাজল রেখা’র। নতুন খবর হচ্ছে সিনেমাটি ৯ ফেব্রুয়ারিতে নয়-ই এই ফেব্রুয়ারি মাসেই মুক্তি পাচ্ছে না। নতুন মুক্তির তারিখ জানিয়ে সেলিম জানান, সিনেমাটি আগামী বৈশাখে মুক্তি পাবে।

মৈমনসিংহ গীতিকার চিরায়ত কাহিনী অবলম্বনে ‘কাজল রেখা’ পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য ও সংলাপ বিন্যাস করেছেন গিয়াস উদ্দিন সেলিম। সরকারি অনুদানে নির্মিত হয়েছে এ ছবি।

মুক্তি প্রসঙ্গে নির্মাতা বলেন, “বাঙালির চিরায়ত ঐতিহ্যের সঙ্গে মিশে আছে ‘কাজল রেখা’। এ কারণে আমরা এটি বৈশাখে মুক্তি দিতে চাচ্ছি। তাছাড়া এর আগে ঈদও আছে। দুটোই বাঙালীর বড় উৎসব। সবদিক বিবেচনা করেই বৈশাখে এর মুক্তির তারিখ চুড়ান্ত করেছি। এটি অনুদানের সিনেমা, তাই অনুদান কমিটি আগে দেখবে, এরপর এটি সেন্সরে যাবে। আশা করছি, শিগগিরই এর সেন্সর মিলবে।”

গত বছর শেষের দিকে ‘কইন্ন্যা আঁকে গো আলপনা’  গান দিয়ে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারনা শুরু হয়। এর পর ঢাকা ও কলকাতার বিভিন্ন মাঠে প্রচার চালান সিনেমার মূল অভিনয়শিল্পীরা। 

‘কইন্ন্যা আঁকে গো আলপনা’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি, অন্তরা মন্ডল ও হুমায়ারা ইশিকা। লিখেছেন গিয়াস উদ্দিন সেলিম। গানটি প্রকাশের পর থেকেই ইউটিউবসহ অন্যান্য সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

এ দিকে পরিবেশক স্বপ্ন স্কোয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজিব এক ফেসবুক পোস্টে সম্প্রতি লেখেন, ‘২০২৪ ক্যালেন্ডার বছরে উত্তর আমেরিকায় বাংলাদেশি সিনেমার সমষ্টিগত বক্স অফিস কালেকশন কমপক্ষে ১ মিলিয়ন ডলার হতেই হবে। যেহেতু ২০২৫ এর মধ্যে আন্তর্জাতিক বাজারের জন্য আমাদের একটা লক্ষ্যমাত্রা ঠিক করা আছে, সেহেতু ২০২৪ সালটা খুব গুরুত্বপূর্ণ। এ বছরে বাংলাদেশের যে সিনেমাগুলি কানাডা ও আমেরিকায় মুক্তি পাবে তাদের সমষ্টিগত বক্স অফিস কালেকশন বছর শেষে ১ মিলিয়ন ডলার ছাড়াতেই হবে (যদিও আমরা মনে করি, হাওয়ার মতো প্রপার প্ল্যান করে মুক্তি দিতে পারলে এ বছর আমাদের কোন সিনেমা এককভাবেই হাফ মিলিয়ন ডলার এর মাইলফলক ছুঁয়ে ফেলতে পারে), না হলে ২০২৫ এর লক্ষ্যমাত্রা অর্জন করা খুব কঠিন হবে। তাই ২০২৪ এ আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাওয়া প্রতিটি বাংলাদেশি সিনেমা খুব গুরুত্বপূর্ণ। এ বছরকেই আমাদের করতে হবে সেই বছর।’

‘কাজল রেখা’ প্রসঙ্গে তিনি বলেন, “মৈমনসিংহ গীতিকার এক অনবদ্য রূপকথা নিয়ে প্রিয় পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নের সিনেমা ‘কাজলরেখা’ ২০২৪ সালের লক্ষ্য পূরণে আমাদের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র। খুব শিগগিরই বাংলাদেশের পাশাপাশি কানাডা ও আমেরিকায় এর মুক্তির তারিখ ঘোষণা করা হবে।”

কাজল রেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও নবাগত মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, সাদিয়া আয়মানসহ অনেকে। এ সিনেমায় কংকন দাসী চরিত্রে অভিনয় করছেন মিথিলা আর সুচ কুমার চরিত্রে শরিফুল রাজ। 


Leave a reply