‘আরো ভালোবাসবো তোমায়’ হল লিস্ট
সারাদেশের ৯১টি সিনেমা হলে শুক্রবার মুক্তি পেল এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’। সিনেমাটিতে প্রথমবারের মতো দেখা যাবে শাকিব খান ও পরী মনিকে। একই দিন ঢাকার বাইরে দুটি হলে অনন্য মামুন (সিনেমায় সাইদুর রহমান মানিকের নামে) পরিচালিত ‘ব্ল্যাকমেইল’। ২৮ আগস্ট সারাদেশের ৮০টিরও বেশি হলে ‘ব্ল্যাকমেইল’ মুক্তি পাবে।
ঢাকার বেশিরভাগ হলেই চলবে ‘আরো ভালোবাসবো তোমায়’। এবার জেনে নিন হল তালিকা—
ঢাকা : যমুনা ব্লকব্লাস্টার, স্টার সিনেপেক্স, বলাকা, জোনাকি, অভিসার, শাহিন, পুনম, সনি, এশিয়া, পূরবী, গীত, পূর্ণিমা, শ্যামলী, মুক্তি, রানীমহল ও চিত্রামহল।
ঢাকার বাইরে : চাঁদমহল (কাঁচপুর), নিউ গুলশান (জিঞ্জিরা), চম্পাকলি (টঙ্গী), বর্ষা (জয়দেবপুর), নিউমেট্রো (নারায়ণগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), পান্না (মুক্তারপুর), মৌসুমী (সিরাজগঞ্জ), সোনিয়া (বগুড়া), মানসী (কিশোরগঞ্জ), সাধনা (রাজবাড়ি), ছায়াবানী (ময়মনসিংহ), রজনীগন্ধা (চালা), তাজ (নওগাঁ), মুন (হোমনা), মনোয়ার (জামালপুর), কাকলী (শেরপুর), ঝংকার (পাঁচদোনা), বনলতা (ফরিদপুর), হ্যাপি (লক্ষ্মীপুর), উর্বশী (ফুলবাড়িয়া), বলাকা (ঠাকুরগাঁও), তিথি (গোবিন্দগঞ্জ), সংগীতা (সাতক্ষীরা), বনানী (কুষ্টিয়া), শঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা), ময়ূরী (বাগাচরা), শাপলা (রংপুর), নবীন (মানিকগঞ্জ), হীরামন (নেত্রকোণা), উপহার (রাজশাহী), মাধবী (মধুপুর), কানন (সাগরদিঘী), রাজিয়া (নাগরপুর), কেয়া (টাঙ্গাইল), আলীম (খেপুপাড়া), আলীম (মঠবাড়িয়া), অভিরুচি (বরিশাল), রূপসী (ভোলা), মুন (মুক্তাগাছা), মোহনা (কোণাবাড়ি), রূপকথা (পাবনা), তিতাস (পটুয়াখালী), মধুমতি (ভৈরব), মণিহার (যশোর), রাজমনি (বোরহানউদ্দিন), নন্দিতা (সিলেট), রাজ (কুলিয়ারচর), মধুমতি (কুমিল্লা), গৌরী (শাহাজাদপুর), সুরভী (শিবচর), পূরবী (চট্টগ্রাম), রাজমহল (চাপাই), প্রতিভা (রাজৈর), ইউনিভার্সাল (মাদারীপুর), ক্লিওপেট্রা (ধনুট), চিত্রবানী (গোপালগঞ্জ), পৃথিবী (জয়পুরহাট), অন্তরা (ফুলবাড়িয়া), শাপলা (ভালুকা), রাজলক্ষ্মী (পাতারহাট), ছায়াবানী (নার), মনিকা (শায়েস্তাগঞ্জ), পাল্কী (চান্দিনা), লালমনি (লালমোহন), মিতালী (কুড়িগ্রাম), অন্তরা (মেলান্ধাহ), প্রিয়া (ঝিনাইদহ), কানন (ফেনী), শাহিন (বল্লা), লিপি (গলাচিপা), মৌসুমী (পাকুন্দিয়া), ঝর্ণা (দাউদকান্দি)।