Select Page

চতুর্থ সপ্তাহে ৮ হলে ‘রেহানা’, দেখবে খুলনার দর্শক

চতুর্থ সপ্তাহে ৮ হলে ‘রেহানা’, দেখবে খুলনার দর্শক

বাংলাদেশ থেকে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন পাওয়া ‘রেহানা মরিয়ম নূর’ চতুর্থ সপ্তাহে পেয়েছে ৮টি প্রেক্ষাগৃহ। অর্থাৎ, আগের সপ্তাহের চেয়ে একটি বেশি হলে মুক্তি পেল। এর মধ্যে প্রথমবার দেখবে খুলনার দর্শকেরা।

ছবিটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা (বিকেল ৩টা, সন্ধ্যা ৭.৩০), এসকেএস টাওয়ার (সন্ধ্যা ৭.৩০), সনি স্কয়ার (বিকেল ৩টা, সন্ধ্যা ৭.৩০), সীমান্ত সম্ভার (দুপুর ১২.৩০, বিকেল ৫.২০) আউটলেটে, ব্লকবাস্টার সিনেমাস (সকাল ১১.৩০, সন্ধ্যা ৭.২০), সিলভার স্ক্রিন – চট্টগ্রাম (প্লাটিনাম থিয়েটারে শুক্রবার ৫.৩০সহ সোমবার ও বৃহস্পতিবার দুপুর ২.৩০, রোববার ও মঙ্গলবার সন্ধ্যা ৫.১৫ এবং টাইটেনিয়াম থিয়েটারে শনিবার, সোমবার ও বৃহস্পতিবার বিকেল ৪.৪৫), সিনেস্কোপ – নারায়ণগঞ্জ (সকাল ১১, দুপর ২.৩০, বিকেল ৫, সন্ধ্যা ৭.৩০) এবং লিবার্টি সিনেপ্লেক্স – খুলনা (সকাল ১১.৩০, বিকেল ৩.৩০, সন্ধ্যা ৬.৩০)।

১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।


মন্তব্য করুন