চলো বাঁচাই বাংলা চলচ্চিত্র :ভারতীয় চলচ্চিত্র আমদানির প্রতিবাদে বাংলাদেশ ফিল্ম অনলাইন ফোরাম এর মানব বন্ধন
অনেক চড়াই-উৎড়াই পেড়িয়ে বাংলাদেশি চলচ্চিত্র যখন সবে উন্নতি করা শুরু করেছে ,যখন এদেশের হল গুলো ডিজিটাল হওয়া শুরু করেছে ,যখন হল বিমুখ মানুষেরা হলমুখি হচ্ছে ঠিক তখনই কিছু কুচক্রী মহল বাংলাদেশে ভারতীয় ছবি আনার জোর চেষ্টা চালাচ্ছে ।এতে বাংলা ছবি এক অসম প্রতিযোগিতার মুখে পরে ধংস হয়ে যাবে ,বন্ধ হয়ে যাবে বাংলা ছবির নির্মাণ ,না খেয়ে মরবে অনেক দুঃস্থ শিল্পি ,বেকার হয়ে যাবে অনেক কলাকুশলী … আমরা আমাদের মায়ের ভাষায় নিজের দেশের সংস্কৃতিকে প্রতিনিধিত্বকারি ছবি দেখেতে পারব না ।তাই সময় এসেছে রুখে দাঁড়াবার ,প্রতিবাদের ।যদি দেশকে ভালবাসেন ,যদি এদেশের ছবিকে বাঁচিয়ে রাখতে চান ,তবে আসুন ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ ফিল্ম অনলাইন ফোরাম এর আহ্বানে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করি ।বাংলা ছবি বাঁচাতে এগিয়ে আসি ।
ইভেন্ট এ জয়েন করতে এখানে ক্লিক করুন ।