
ছয় সিনেমায় জমে উঠছে ঈদের বক্স অফিস
বরবাদ, দাগি, জংলি, চক্কর ৩০২, জ্বীন-৩ ও অন্তরাত্মা। দেশে হল সংকটের মাঝে এক ঈদে ছয়টি সিনেমা নিঃসন্দেহে বাড়াবাড়ি। এর মধ্যে শাকিব খানের একটি সিনেমায় নিয়ে যাবে বেশির ভাগ হল। তা সত্ত্বেও নিজ নিজ সক্ষমতার ওপর ভরসা রাখছেন অন্য নির্মাতা ও অভিনেতারা।

ব্লকবাস্টার ‘প্রিয়তমা’র দুই বছর পর জুটি হয়ে ফিরছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। আগের সিনেমাটি রোমান্টিকধর্মী হলেও এবার ‘বরবাদ’ শুধু সহিংসতার কারণে আলোচনায়। এরই মধ্যে সার্টিফিকেশন বোর্ড কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানানোর পর শাকিব ভক্তদের হাতে হেনস্থার শিকার হয়েছেন বোর্ড সদ্য নির্মাতা কাজী হায়াৎ। বরাবরের মতো শাকিব খানের অনুপস্থিতিতে ‘বরবাদ’-এর প্রমোশন অনলাইনকেন্দ্রিক। এর মাঝে টিজার আলোচনা তুললে রিলিজ হওয়া রোমান্টিক ও আইটেম নাম্বার চলনসই। তবে স্যাড নাম্বার ‘মহামায়া’ আলোচনা তুলতে পারে। ‘বরবাদ’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ভারতের যিশু সেনগুপ্ত। আইটেম গান করেছেন নুসরাত জাহান।
এ সিনেমা পরিচালনা করেছেন নবাগত মেহেদী হাসান হৃদয়। প্রযোজনায় রয়েছেন শাহরিন আক্তার সুমি (রিয়েল এনার্জি প্রোডাকশন) ও আজিম হারুন (রিধি সিধি এন্টারটেইনমেন্ট)। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ এবং ইন্তেখাব দিনার। এ সিনেমার বাজেট ১৫ কোটি টাকা বলে জানিয়েছেন নির্মাতা।
২০২৩ সালে ‘প্রিয়তমা’র সঙ্গে প্রতিযোগিতা করেছিল আফরান নিশোর অভিষেক সিনেমা ‘সুড়ঙ্গ’। সেবার সিনেমা সংশ্লিষ্টদের পাল্টাপাল্টি নানান মন্তব্যে হলের বাইরেও তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল। দুটো ছবিই বক্স অফিস হয়। এবার হাওয়া একটু উল্টো। শাকিবের ‘বরবাদ’-এর অন্যতম প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে নিশো অভিনীত ও শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’। এর মাধ্যমে এক দশক পর বড়পর্দায় ফিরছেন শিহাব। এ সিনেমার গান, ট্রেলার মিলে দুর্দান্ত সাড়া পেয়েছে। প্রচারণায়ও কমতি নেই। এতে দ্বিতীয়বারের মতো নিশোর সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন তমা মির্জা। বিশেষ ভূমিকায় আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আরো অভিনয় করেছেন মনোজ কুমার প্রামাণিক, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, মনিরা আক্তার মিঠু এবং মিলি বাশার। প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এবং চরকি। ‘দাগি’র সাড়ে ৪ কোটি টাকা বলে জানিয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল।
পরপর বেশ কয়েকটি সিনেমার ব্যর্থতার পর দুই বছর ধরে বড়পর্দায় অনুপস্থিত সিয়াম আহমেদ। এম রাহিম পরিচালিত ‘জংলি’ এর অর্থে ভোল বদলে তার ফিরে আসা। সিনেমাটি গত বছর ঈদুল আজহায় মুক্তির কথা থাকলেও প্রায় এক বছর পর মুক্তি পাচ্ছে। এ ছবিতে তারা সহশিল্পীরা হলেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। এরই মধ্যে ‘জংলি’র টিজার-ট্রেলার দারুণ সাড়া জাগিয়েছে। প্রকাশ হয়েছে গানও। তবে প্রচারণার দিক থেকে ঈদের সিনেমার মধ্যে এগিয়ে রয়েছে ‘জংলি’। অভিনব সব প্রচারে শামিল থেকে দেখা গেছে ছবির প্রধান অভিনেতাকে। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটির গল্প লিখেছেন আজাদ খান। মেহেদী হাসান ও সুকৃতি সাহা যৌথভাবে গল্পটি চিত্রনাট্যে রূপ দিয়েছেন। অন্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, দিলারা জামান, রাশেদ মামুন অপু, সোহেল খান এবং এরফান মৃধা শিবলু। ‘জংলি’র সবগুলো গান করেছেন প্রিন্স মাহমুদ। প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এমআইবি স্টুডিও এবং টাইগার মিডিয়া। এ সিনেমার বাজেট আড়াই কোটি টাকা বলে জানা গেছে।

ঈদে বেশি আলোচনা থাকা সব ছবির টিজার-ট্রেলারই সহিংসতায় ভরপুর। সেদিক থেকে মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ হতে পারে দারুণ চমক। শরাফ আহমেদ জীবনের গল্প, পরিচালনা এবং সহপ্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। সহপ্রযোজনায় আবুল ফজল মোহাম্মদ রিতু, সৈয়দ গাউসুল আলম শাওন, সরদার সানিয়াত হোসেন এবং আদনান আল রাজীব। সিনেমায় মোশাররফ করিম একটি মার্ডার কেসের তদন্ত কর্মকর্তা। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু। সংলাপ লিখেছেন নাহিদ হাসনাত, যিনি সৈয়দ গাউসুল আলম শাওনের সঙ্গে যৌথভাবে ভূমিকা রেখেছেন চিত্রনাট্যে। বিভিন্ন চরিত্রে অভিনয়ে আছেন তারিন জাহান, ইন্তেখাব দিনার, মৌসুমী নাগ, রওনক হাসান, শাশ্বত দত্ত, সুমন আনোয়ার, সারা আলম, ফারজানা বুশরা, আহমেদ গোলাম দস্তগীর শান এবং ডিকন নূর। বাংলাদেশ জাতীয় চলচ্চিত্রের অনুদানে নির্মিত ছবিটি মুক্তি পাবে কারখানা প্রোডাকশন এবং গামাফ্লিক্সের ব্যানারে। সিনেমাটি বাজেট ৩ কোটি টাকার বেশি বলে জানান নির্মাতা।
জাজ মাল্টিমিডিয়াকে নিভু নিভুভাবে টিকিয়ে রেখেছে ভৌতিক চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি জ্বীন। এবার আসছে তৃতীয় কিস্তি ‘জ্বীন-৩’। দ্বিতীয় কিস্তিতে অনুপস্থিত থেকে এবার প্রধান চরিত্রে ফিরেছেন সজল নূর। তার বিপরীতে অভিনয়ের মাধ্যমে পুরো মুভি সিরিজে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন নুসরাত ফারিয়া। ছবির গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আবদুল আজিজ। পরিচালক কামরুজ্জামান রোমান। অন্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন তানিয়া আহমেদ এবং আহসানুল হক মিনু। এ ছাড়া দেখা যাবে অভিনেতা নাদের চৌধুরীকে, যিনি জ্বীন-১-এর পরিচালক ছিলেন। সম্প্রতি প্রকাশিত ছবির কন্যা শিরোনামের গানটি সমাজমাধ্যমগুলোতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। এ সিনেমার বাজেট ২ কোটি টাকার বেশি বলে জানান আব্দুল আজিজ।
দীর্ঘদিন খবরের আড়ালে থাকার পর হুট করে সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে শাকিব খান ও দর্শনা বণিক অভিনীত ‘অন্তরাত্মা’। ২৪ মার্চ ছাড়পত্র পাওয়ার পর ঈদে মুক্তির ঘোষণা দেন প্রযোজক সোহানি হোসেন। ‘বরবাদ’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্বল্প প্রচারে যুক্ত থাকলেও ‘অন্তরাত্মা’ নিয়ে একদম চুপ শাকিব খান। সিনেমাটি প্রযোজনা করছে তরঙ্গ মাল্টিমিডিয়া।