ছাড়পত্র পেল ‘মৃত্তিকা মায়া’
২০১২ সালে সরকারি অনুদান পাওয়া ‘মৃত্তিকা মায়া’ ছবিটিকে কর্তনবিহীন ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।
ছবির পরিচালক গাজী রাকায়েত জানান, গত বুধবার সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তের কথা তিনি জানতে পেরেছেন। মৃত্তিকা মায়ার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ তিনিই করেছেন।
ছবিটিতে অভিনয় করেছেন শর্মীমালা, তিতাস জিয়া, রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, অপর্ণা, লুৎফর রহমান জর্জ, পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
গাজী রাকায়েত জানান, প্রযোজনা প্রতিষ্ঠানের আলোচনা করে শিগগির মুক্তির তারিখ নির্ধারণ করা হবে।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে চারুনিড়ম অডিও ভিজ্যুয়াল ও ফরিদুর রেজা সাগর।
সুত্র: প্রথম আলো