‘জয়যাত্রা’র স্বত্ব নেই তৌকীরের কাছে
মুক্তিযুদ্ধ নিয়ে অতি আলোচিত চলচ্চিত্র ‘জয়যাত্রা’। নিজের টাকায় নির্মাণ করেছিলেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। কিন্তু ছবিটির স্বত্ব বর্তমানে তার কাছে নেই। কেন?
মুক্তিযুদ্ধের সিনেমা আর নির্মাণ করবেন কিনা— এমন একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা এত বেশি যে সাহস পাই না। মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে গেলে যে পরিমাণ অর্থ ও সহযোগিতার দরকার পড়ে, তা কেউ দিতে চায় না। আমাদের দেশে অনেকেরই টাকা আছে কিন্তু! ভাষা আন্দোলনের ওপর একটি সিনেমার পরিকল্পনা করেছি। সেটার জন্য সরকারি অনুদান চেয়েছিলাম। কিন্তু সামান্য অনুদানের টাকাও পেলাম না। মুক্তিযুদ্ধভিত্তিক ছবি করা ব্যয়সাপেক্ষ। জয়যাত্রা নিজের টাকা দিয়ে করেছি, এখনো সেটা ফেরত আসেনি। পরে এই সিনেমার স্বত্ব আমার কাছে রাখা সম্ভব হয়নি। ব্যক্তিমানুষের সীমাবদ্ধতা থাকে। টাকা ছাড়া ভালো কাজ করা খুব কঠিন। যখন স্বল্প বাজেটে কাজ করতে হয়, তখন গল্প সেভাবে বাছাই করতে হয়। কী করে স্বল্প বাজেটে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা বলতে হয়, তার একটি নিরীক্ষা ছিল আমার অজ্ঞাতনামা ছবিটি।’