![দাগি/ মুক্তি ও প্রায়শ্চিতের গল্প নিয়ে শিহাব শাহীন ও আফরান নিশো](https://i0.wp.com/bmdb.co/wp-content/uploads/2024/12/Daagi-nisho-1db02e8589ef2a364c645cc99ad925e4.jpg?resize=150%2C150&ssl=1)
ডিবি কার্যালয়ে সোহানা সাবা
অভিনয়শিল্পী সোহানা সাবাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।
![](https://i0.wp.com/bmdb.co/wp-content/uploads/2021/06/sohana_saba_bmdb_image.jpg?resize=712%2C407&ssl=1)
শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর সোহানা সাবাকে বিভিন্ন সময় আওয়ামী লীগ প্রসঙ্গে সরব হতে দেখা গেছে। এ নিয়ে তিনি সোশ্যাল মিডিয়া সমালোচনা মুখে পড়েন। এছাড়া আলোচিত হোয়াইট অ্যাপ গ্রুপ আলো আসবেই এর সদস্য ছিলেন তিনি। সম্প্রতি তাকে ভারতের প্রজাতন্ত্র দিবসের উদযাপন অনুষ্ঠানে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে দেখা গেছে।
এর আগে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়। রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করে ডিবি।
সম্প্রতি সাংবাদিক জুলকারনাইন সায়েরের বরাতে সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় কলকাতায় বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে একটি বৈঠক উপস্থিত। সেখানে সশরীর ও ভার্চুয়ালি আওয়ামী সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন। সেখানে দুই অভিনেত্রীর নাম রয়েছে।