নগর মাস্তানের সেন্সর স্থগিত
গত শুক্রবার মুক্তি পেয়েছে আলোচিত নায়িকা পরীমণির প্রথম চলচ্চিত্র ভালোবাসা সীমাহীন। মুক্তির জন্য সেন্সরবোর্ডে জমা পড়েছিল পরীমণি অভিনীত আরেকটি চলচ্চিত্র নগর মাস্তান। রকিবুল আলম রকিব পরিচালিত এই ছবিতে পরীমণির বিপরীতে অভিনয় করেছে জায়েদ খান। কিন্তু একাধিক অভিযোগে ছবিটি আটকে দিয়েছে সেন্সরবোর্ড।
এনটিভি-তে প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি সেন্সরের জন্য নগর মাস্তান ছবিটি বোর্ডে জমা দেওয়া হয়। ১২ ফেব্রুয়ারি ছবিটি সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যরা পরীক্ষার পর জনসাধারণের জন্য প্রদর্শনের অযোগ্য ঘোষণা করেন। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র সেন্সর বোর্ডের হয়ে সচিব মো. নিজামুল কবীর এক লিখিত বিবরণীতে চারটি বিষয়ের উল্লেখ করে ‘নগর মাস্তান’ ছবির প্রযোজক মোহাম্মদ সফিকুল ইসলাম বরাবর একটি লিখিত চিঠি দেন । এতে উল্লেখ করা হয় : প্রথমত, অপর্যাপ্ত কাহিনীবিন্যাসে নির্মিত চলচ্চিত্রটি প্রদর্শিত হলে চলচ্চিত্র সম্পর্কে দর্শকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। দ্বিতীয়ত, ভারতীয় সিনেমার গানের সুর নকল করে এ চলচ্চিত্রের সুর করা হয়েছে। তৃতীয়ত, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে উপস্থাপন করা হয়নি, চলচ্চিত্রটি প্রদর্শিত হলে সাধারণ মানুষের মধ্যে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি করতে পারে। এবং চতুর্থত, দর্শকদের জন্য ক্ষতিকর হবে এমন প্রবল আইনহীনতা ও সন্ত্রাসী কার্যকলাপ চলচ্চিত্রে দেখানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যরা ‘নগর মাস্তান’ নামক ডিজিটাল চলচ্চিত্রটি জনসাধারণের মধ্যে প্রদর্শন উপযোগী নয় বলে অভিমত ব্যক্ত করেছেন।
এ বিষয়ে প্রযোজক শফিকুল ইসলাম জানিয়েছেন, সেন্সরবোর্ডের বেধে দেয়া সময়সীমার মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন করে ছবিটি আবার সেন্সরবোর্ডে জমা দেয়া হবে।