Select Page

নবম সপ্তাহে ‘পরাণ’ ও ষষ্ঠ সপ্তাহে ‘হাওয়া’ ৬৬ হলে, দেখুন তালিকা

নবম সপ্তাহে ‘পরাণ’ ও ষষ্ঠ সপ্তাহে ‘হাওয়া’ ৬৬ হলে, দেখুন তালিকা

রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ ও মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ এখনো দাপটের সঙ্গে চলছে। দুই সিনেমা প্রতিদিন কোথাও না কোথাও হাউসফুল যাচ্ছে।

২ সেপ্টেম্বর শুরু হওয়া নবম সপ্তাহে ২৪ সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান, শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, রাশেদ অপু অভিনীত ‘পরাণ’।

দেশের বাইরে সিনেমা সিডনিতে চলছে। এ মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্টে মুক্তি পাবে। সেই সঙ্গে ইউরোপেও মুক্তি পাবে। এছাড়া ২০১৮ সাল থেকে প্রেক্ষাগৃহহীন রাজশাহীতে ‘পরাণ’ এর মাধ্যমে চালু হয়েছে হোটেল গ্র্যান্ড রিভারভিউয়ে ২৩০ সিটের পদ্মা হল।

এ সপ্তাহে ছবিটি দেখা যাচ্ছে— ঢাকায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার ও সনি স্কয়ার, ব্লকবাস্টার সিনেমাস, আনন্দ, মধুমতি, শ্যামলী এবং লায়ন সিনেমাসে। ঢাকার বাইরে সিলভারস্ক্রীন – চট্টগ্রাম, গ্র্যান্ড রিভার ভিউ – রাজশাহী, পূরবী – ময়মনসিংহ, সংগীতা – খুলনা, তাজ – নওগাঁ, রূপকথা – পাবনা, মধুবন সিনেপ্লেক্স – বগুড়া, চিত্রালী – খুলনা, মম ইন – বগুড়া, শাপলা – রংপুর, উল্কা – জয়দেবপুর, পান্না – মুক্তারপুর, মুন্সীগঞ্জ, মনিহার – যশোর, সেনা অডিটোরিয়াম – সাভার ক্যান্টনমেন্ট ও নিউ গুলশান – জিঞ্জিরা।

অন্যদিকে সুমনের ‘হাওয়া’ ষষ্ঠ সপ্তাহে এসেও দেশের ৪২টি সিনেমা হলে মহাসমারোহে চলছে। শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার ১১৭টি সিনেমা হলে ‘হাওয়া’ মুক্তি পেয়ে রেকর্ড গড়েছে। সেখানে সিনেমাটি পরিবেশনা করছে ‘স্বপ্ন স্কেয়ারক্রো’।

‘হাওয়া’র বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সোহেল মণ্ডল প্রমুখ।


Leave a reply