Select Page

পারিবারিক বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে ‘উৎসব’ আসছে ঈদুল আজহায়

পারিবারিক বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে ‘উৎসব’ আসছে ঈদুল আজহায়

সবকিছু আড়ালে নিজের দ্বিতীয় সিনেমার কাজ শেষ করলেন ‘ফিরে এসো বেহুলা’-খ্যাত তানিম নূর। পারিবারিক গল্পে নির্মিত তারকাবহুল ‘উৎসব’ আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে। মঙ্গলবার গুলশানের শুটিং ক্লাবে সিনেমাটির পোস্টার উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খবরটি সামনে আনলেন ওটিটি দুনিয়ার পরিচিত এ নির্মাতা।

‘উৎসব’-এর কাস্টিংয়ে রয়েছে দারুণ চমক। আছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, আজাদ আবুল কালাম, তারিক আনাম খান, দিব্য জ্যোতিসহ অনেকে।

পোস্টারে দর্শকদের উদ্দেশে একটি ব্যতিক্রমী বার্তাও রয়েছে। যেখানে লেখা রয়েছে ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ, পরিবার ছাড়া এই সিনেমা দেখা নিষেধ’।

নব্বই দশকের পারিবারিক নাটক-সিনেমার স্মৃতিকে ঘিরেই ‘উৎসব’ নির্মাণের অনুপ্রেরণা পেয়েছেন পরিচালক তানিম নূর। পরিবার নিয়ে সিনেমা দেখার সেই স্মৃতিকে স্মরণ করাতে পোস্টারে এই বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে তিনি বলেন, “ঈদের বাণী যেমন আত্মশুদ্ধি, ত্যাগ আর উৎসব- এই ভাবনাগুলো থেকেই সিনেমার নাম দিয়েছি ‘উৎসব’। এখন ঈদ নিয়ে গল্প বা সিনেমা খুব একটা হয় না। আমি এমন একটি সিনেমা বানাতে চেয়েছি, যেটা পরিবার নিয়ে দেখা যাবে, সেই সময়টাকে স্মরণ করিয়ে দেবে।”

পোস্টার উন্মোচন অনুষ্ঠানে সিনেমার শুটিং নিয়ে অভিজ্ঞতা শোনান অভিনেতা জাহিদ হাসান। তিনি বলেন, “অনেক রাত অব্দি শুটিং করেছি, কষ্ট করেছি, কিন্তু ভালো লাগা নিয়ে কাজ করেছি। এই ধরনের গল্প আগে হত, এখন কম হয়। আমার চরিত্রের নাম জাহাঙ্গীর, দর্শক চরিত্রটি পছন্দ করবেন বলে আশা করি।”

একসময় অনেকে মিলে একসঙ্গে অনেক কাজ হতো বলে জানান অভিনেত্রী আফসানা মিমি ও অপি করিম। সিনেমাটি পরিবার নিয়ে দেখার মত, এমনটা জানিয়ে মিমি বলেন, “গল্পটা আমাকে সব থেকে বেশি আকর্ষণ করেছে এবং পোস্টারে লেখা এই কথাটিও বেশ সুন্দর। পরিবার নিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানাই।”

অপি করিমের ভাষ্য, একসময় একসঙ্গে অনেক কাজ করলেও এখন আর হয় না। “এই প্রজন্ম তো আমাদের কাজ দেখেইনি। তাই সিনেমার প্রস্তাব পাওয়ার পরে মনে হল এই সুযোগ মিস না করি। এই প্রজন্ম দেখুক আমাদের কাজ।”

চঞ্চল চৌধুরী বলেন, “এই সিনেমায় প্রত্যেকেই একটি করে গুরুত্বপূর্ণ চরিত্র। সবগুলোই চরিত্র একেকটি সিনেমা। তবে সবাইকে বলব এটি আমাদের সিনেমা, আমাদের সংস্কৃতির উৎসবের সিনেমা। উৎসব নিয়েই হলে এসে সিনেমাটি দেখুন।”

অভিনেতা আজাদ আবুল কালাম বলেন, “অনেক সংকট ছিল, কিন্তু তানিমের ভেতরে যে উদ্দীপনা দেখেছি, তাতেই মনে হয়েছে এই সিনেমা সে শেষ করবেই। আমরাও তাতে সায় দিয়েছি। কাজ করেছি। উৎসব উৎসবকে ঘিরে আসছে।”

সিনেমার গল্প পড়ে ছোটবেলার স্মৃতিতে ফিরে গিয়েচিলেন বলে জানালেন অভিনেতা ইন্তেখাব দিনার। “আমি ছিলাম কাস্টিংয়ের সর্বশেষ চরিত্র, কিন্তু কাজটি করে ভালো লেগেছে। ঈদের সময় যখন পরিবার নিয়ে সিনেমা দেখার মত কাজ খুব একটা হয় না, ঠিক তখন ‘উৎসব’ হতে পারে দর্শকের কাছে এক নতুন অভিজ্ঞতা,” বলেন তিনি।

পোস্টার উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইন্তেখাব দিনার, কাজী নওশাবা আহমেদ, এফ এস নাঈম, রেদোয়ান রনি, সৈয়দ আহমেদ শাওকী, সালেহ সুবহান অনিম, ফাতিমা তুজ জোহরা ঐশীসহ অনেকে।

জানা গেছে সিনেমাটি অনুপ্রেরণা ব্রিটিশ লেখক চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারেল’ উপন্যাসটি। খবর বিডি নিউজ টোয়েন্টি ফোর অবলম্বনে


Leave a reply