Select Page

পুনর্গঠিত চলচ্চিত্র সেন্সর বোর্ড, পুরস্কারের জুরি বোর্ড ও শিল্পী কল্যাণ ট্রাস্টে যারা আছেন

পুনর্গঠিত চলচ্চিত্র সেন্সর বোর্ড, পুরস্কারের জুরি বোর্ড ও শিল্পী কল্যাণ ট্রাস্টে যারা আছেন

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্যান্য ক্ষেত্রের মতো সংস্কৃতি অঙ্গনেও সংস্কার চলছে। এ অনুসারে সম্প্রতি পুনর্গঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড ও শিল্পী কল্যাণ ট্রাস্ট।

জাতীয় পুরস্কারের জন্য গঠিত জুরি বোর্ডে আছেন ইলিয়াস কাঞ্চন, অপি করিম, প্রিন্স মাহমুদ ও নাজমুন মুনিরা ন্যানসি

গত রোববার (১৫ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৫ সদস্যবিশিষ্ট সেন্সর বোর্ডের সদস্যের নাম প্রকাশ করা হয়েছে।

সেন্সর বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব ও সদস্য সচিবের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

পদাধিকারবলে সদস্য হিসেবে থাকছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি। এর বাইরে সদস্যদের তালিকায় রয়েছেন অধ্যাপক ড. জাকির হোসেন রাজু, নির্মাতা আশফাক নিপুন, নির্মাতা খিজির হায়াত খান, নির্মাতা তাসমিয়া আফরিন মৌ, নির্মাতা রফিকুল আনোয়ার রাসেল ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

সদস্যের তালিকায় আরও রয়েছেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব/সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন।

এদিকে প্রজ্ঞাপনের পর সেন্সর বোর্ডের সদস্যপদের প্রস্তাব ফিরিয়ে দেন নির্মাতা আশফাক নিপুন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘সেন্সর বোর্ড আগামী কয়েক মাসের ভেতর সেন্সর সার্টিফিকেশন বোর্ডে রূপান্তরিত হবে বলে আমাকে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়। আমি আজীবন চলচ্চিত্রে বা শিল্পে সেন্সর বোর্ড প্রথার বিরুদ্ধে। আমি খুবই সম্মানিত বোধ করেছি মন্ত্রণালয় আমাকে বোর্ডের সদস্য হওয়ার যোগ্য মনে করেছিলেন। কিন্তু একটা মিস-কমিউনিকেশন হয়ে গেছে। আমি এই বোর্ডের অফিশিয়াল সদস্যপদ গ্রহণ করিনি। বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছি।’ তবে শিল্পী কল্যাণ ট্রাস্টের সঙ্গে থাকছেন এ নির্মাতা।

একই দিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের উদ্দেশ্যে পুরস্কার প্রাপকদের নাম সুপারিশ করার জন্য ‘জুরিবোর্ড’ পুনর্গঠন করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি করে পুনর্গঠিত এই জুরিবোর্ডের মোট সদস্য ১৩ জন। এতে সদস্যসচিব হিসেবে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। আরও রয়েছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার প্রধান।

জুরিবোর্ডের অন্য সদস্যরা হলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, চিত্রগ্রাহক বরকত হোসেন,অভিনেত্রী অপি করিম, গায়িকা নাজমুন মুনিরা ন্যান্‌সি।

এ ছাড়া সদস্য হিসেবে জুরিবোর্ডে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং সাংবাদিক ওয়াহিদ সুজন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পুনর্গঠিত জুরিবোর্ডের কার্যপরিধিতে বলা হয়েছে, জুরিবোর্ড ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণপূর্বক পুরস্কারের জন্য চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীদের নাম সুপারিশ করবে।

মোট ২৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট পরিচালনার জন্য ১৫ সদস্যের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে সরকার। আজ রোববার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপনে জানিয়েছে, ট্রাস্টি বোর্ডের সদস্যরা আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন।

ট্রাস্টি বোর্ডে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে চেয়ারম্যান, মন্ত্রণালয়ের সচিবকে ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে সদস্যসচিবের দায়িত্বে দেওয়া হয়েছে।

১২ সদস্যের মধ্যে চারজন সংগীতশিল্পী, নাট্যব্যক্তিত্ব, নির্মাতা, অভিনয়শিল্পী রয়েছেন। তারা হলেন কনকচাঁপা, সামিনা লুৎফা, আশফাক নিপুন ও নওশাবা আহমেদ।

অন্য সদস্যরা হলেন—বাংলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একজন যুগ্ম সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, কবি নাহিদ হাসান, লেখক ও শিক্ষক তুহিন ওয়াদুদ, কবি ইমতিয়াজ মাহমুদ ও কবি সাইয়েদ জামিল।

দেশের অসচ্ছল শিল্পীদের কল্যাণসাধন, শিল্পীদের কল্যাণার্থে প্রকল্প অনুমোদন-বাস্তবায়নের মতো লক্ষ্যে কাজ করে ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’।


মন্তব্য করুন