প্রথমদিনের আয়ে ভালো অবস্থানে ‘ব্ল্যাক’
ডিসেম্বরের প্রথম সপ্তাহে ৮০টি হলে মুক্তি পেয়েছে রাজ চন্দ ও কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘ব্ল্যাক’। বিদ্যা সিনহা মিম ও সোহম অভিনীত সিনেমাটির কাহিনী গতানুগতিক হলেও ভালো সাড়া পেয়েছে।
প্রথমদিন দেশের বড় প্রেক্ষাগৃহগুলোতে ‘ব্ল্যাক’ দেখতে দর্শকরা ভিড় করেছেন। কালেকশন থেকেই বোঝা যায় টিকেট কেমন বিক্রি হয়েছে। আসুন দেখে নিই ১৫টি হলের প্রথমদিনের কালেকশন—
নিউ মেট্রো (নারায়ণগঞ্জ) ১ লাখ ৩০ হাজার ৬২০ টাকা, মানসী (কিশোরগঞ্জ) ৪০ হাজার ৪২০, চম্পাকলি (টঙ্গি) ১ লাখ ৩৮ হাজার ১৯৮, পুনম (ঢাকা) ১ লাখ ১ হাজার ৬১৫, সনি (ঢাকা) ৬৭ হাজার ৪৭৯, নন্দিতা (সিলেট) ১ লাখ ২৯ হাজার ৩৮৯, শাপলা (রংপুর) ৯৪ হাজার, উল্কা (জয়দেবপুর) ৬১ হাজার, নিউ রজিনীগন্ধা (চালা) ৭৮ হাজার, মনিহার (যশোর) ১ লাখে ২ হাজার, মধুমিতা (ঢাকা) ৭৮ হাজার, আভিসার (ঢাকা) ৫৭ হাজার, জোনাকি (ঢাকা) ৬০ হাজার, উপহার (রাজশাহী) ৮৮ হাজার ও বলাকা (ঢাকা) ৮২ হাজার।