প্রথমবার কনসার্টে ববিতা
সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যার্থে তহবিল সংগ্রহ করার জন্য আগামী ৩ ফেব্রুয়ারি দুপুরে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক কনসার্টের আয়োজন করা হয়েছে। এই কনসার্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী ববিতা।
এবারই প্রথম কোনো কনসার্টে অংশ নেবেন তিনি। কনসার্টের আয়োজক ডিস্ট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের (ডিসিআই) শুভেচ্ছাদূত ববিতা। তারই অংশ হিসেবে এতে অংশ নেবেন তিনি। কনসার্টে গান গাইবেন সাবিনা ইয়াসমিন, সৈয়দ আবদুল হাদী, আইয়ুব বাচ্চু ও হায়দার হোসেন।
এ ছাড়া থাকছে বেনুকা ইনস্টিটিউট অব আর্টস, ইউনিভার্সিটি অব ভ্যান্ডারবিল্টের বক্তা লরা চৌধুরী ও ১০ সদস্যের যন্ত্রশিল্পীর দল। সহযোগিতায় আইপিডিসি ফিন্যান্স লিমিটেড।
দুস্থ শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে ডিসিআই। তারই অংশ হিসেবে এই আয়োজন। এ কনসার্ট সামনে রেখে রাজধানীর একটি পাঁচ তারা হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সূত্র : কালের কণ্ঠ