Select Page

প্রেক্ষাগৃহের আধুনিকায়ন প্রয়োজন: সাইমন

প্রেক্ষাগৃহের আধুনিকায়ন প্রয়োজন: সাইমন

Saimon-Filmদেশের চলচ্চিত্রের উন্নতির জন্য প্রেক্ষাগৃহগুলোর আধুনিকায়নের দিকে জোর দেয়া প্রয়োজন বলে জানিয়েছেন সম্প্রতি মুক্তি পাওয়া স্বপ্নছোঁয়া চলচ্চিত্রের নায়ক সাইমন সাদিক। 

দেশের চলচ্চিত্রের অবস্থা কেমন বলে মনে হয় – এ প্রশ্নের জবাবে সাইমন প্রথম আলোকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ‘আমাদের চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে। ভালো ছবির জন্য সবাই-ই শ্রম দিচ্ছেন। মাঝখানে যে অবস্থা ছিল, তা থেকে একটু হলেও কাটিয়ে উঠেছি আমরা। এমনকি লোকেশনে বৈচিত্র আনার জন্য দেশের বাইরেও শুটিং করা হচ্ছে। এখন দরকার শুধু হলের পরিবেশ ঠিক করা। ঢাকার হলগুলোর পরিবেশ মোটামুটি। কিন্তু মফস্বলে প্রেক্ষাগৃহগুলোর অবস্থা ভালো নয়। এগুলোর একটু আধুনিকায়ন করা গেলে আমাদের চলচ্চিত্র আরও এগিয়ে যাবে।’

উল্লেখ্য, এ সপ্তাহে সাইমন-ববি অভিনীত স্বপ্নছোঁয়া প্রায় ৭০টি হলে মুক্তি পেয়েছে। সাইমন জানিয়েছেন, এতটা তিনি আশা করেন নি।


Leave a reply