
বরবাদ-দাগি-জংলির চক্করে স্টার সিনেপ্লেক্স থেকে ওয়াশআউট হলিউড
‘জ্বীন ৩’ ও ‘অন্তরাত্মা’ বাদে প্রথম দিন থেকে প্রশংসিত হচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো। দ্বিতীয় সপ্তাহেও বেশির ভাগ প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে দর্শকদের লম্বা লাইন। এমন রমরমা অবস্থায় সম্প্রতি স্টার সিনেপ্লেক্স নিয়ে অভিযোগের আঙুল তোলেন নির্মাতা ও দর্শকরা। প্রথমে অভিযোগ তোলা হয় চাহিদা অনুসারে শো মিলছে না। এরপর দুটি হলিউড সিনেমা অনেক শো পাওয়ায় তাতে রুষ্ট হন আরো।

এসব আলোচনা-সমালোচার মাঝে অবশেষে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হলো হলিউড সিনেমা। গত শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রদর্শিত হচ্ছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চার বাংলা সিনেমা—বরবাদ, দাগি, জংলি ও চক্কর ৩০২। এর মধ্যে বেশি শো দখলে রেখেছে শাকিব খান ও আফরান নিশো অভিনীত সিনেমাটি।
ঈদে মুক্তি পাওয়া ছয়টি বাংলা সিনেমার সঙ্গে দুটি ইংরেজি সিনেমা দিয়ে ঈদ উৎসব শুরু করেছিল স্টার সিনেপ্লেক্স। দ্বিতীয় সপ্তাহে হলিউডের সিনেমার শোগুলোয় ভাগ বসিয়েছে বাংলাদেশি সিনেমা। হলিউড সিনেমার পাশাপাশি দর্শক আগ্রহ না থাকায় ‘জ্বীন থ্রি’ ও ‘অন্তরাত্মা’র প্রদর্শনী বন্ধ করে দিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
তারা জানিয়েছে, মুক্তির ১৪তম দিনেও স্টার সিনেপ্লেক্সে যেসব বাংলাদেশি সিনেমা প্রদর্শিত হচ্ছে, সেগুলোর প্রায় সব শো হাউসফুল। টিকিট পেতে রীতিমতো হুড়োহুড়ি করছেন দর্শক। অনলাইন থেকে কাউন্টার—মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে টিকিট।

এর আগে অভিযোগের বিপরীতে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেছিলেন, “ঈদের সব ছবি ভালো যাচ্ছে। প্রায় সাত-আট মাস পর প্রেক্ষাগৃহ জমে উঠেছে। এভাবে মাস খানেক চলবে বলে আশা করছি। ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ এমনকি ‘চক্কর ৩০২’ ছবিটাও দর্শক দেখছে। শো সংখ্যা দিয়ে আসলে ছবি জাজ করা যাবে না। শো বাড়বে, কমবে এটাই স্বাভাবিক। বড় ছবি কিংবা জনপ্রিয় তারকার ছবির শো বেশি হবে, আবার দর্শকের চাহিদার ওপর নির্ভর করে সেটা বাড়বে-কমবে; এভাবেই চলে। এটা আমাদের বিজনেস পলিসি অনুযায়ী সাজানো হয়। সব কিছু তো খোলাসা করা সম্ভব না। তবে এটুকু বলতে পারি, আমরা সব ছবিকেই সুযোগ দিই। এই যে ‘চক্কর ৩০২’ তুলনামূলক স্বল্প পরিসরের ছবি, কিন্তু ভালো ছবি তো। তাহলে এটাকে কি আমরা শো দেব না? না দিলে তারা উৎসাহ পাবে কিভাবে? ছোট-বড় সব ছবিকেই আমরা শুরু থেকে উৎসাহ দিয়ে আসছি। তবু ইন্ডাস্ট্রির অনেকে আমাদের ওপর নাখোশ। এ নিয়ে আসলে বেশি কিছু বলারও নেই।”
হলিউড সিনেমা প্রসঙ্গে নিয়মিত দর্শকদের চাহিদার কথাও জানান তিনি।
স্টার সিনেপ্লেক্সের মতো কেরানীগঞ্জের লায়ন সিনেমাসেও চলছে শুধু বাংলা সিনেমা। ছয় সিনেমা দিয়ে শুরু করলেও চলতি সপ্তাহে বরবাদ, দাগি ও জংলি দিয়ে সাজানো হয়েছে সিনেপ্লেক্সটির শিডিউল। তবে, ব্লকবাস্টার সিনেমাসে দেশি সিনেমার পাশাপাশি প্রদর্শিত হচ্ছে ‘ফ্লাইট রিস্ক’ নামের একটি হলিউড সিনেমা।
এদিকে শনিবার শুরু হয়েছে ঈদের সিনেমার বিদেশযাত্রা। গতকাল অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে ‘দাগি’। এ মাসেই দেশের বাইরে মুক্তি পাবে ‘বরবাদ’ ও ‘জংলি’।