
‘বরবাদ’ মুক্তি পাচ্ছে না গুজবে সয়লাব, প্রচারের সুযোগ নিল ‘জংলি’ টিম
ঈদের বেশির ভাগ সিনেমা সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়ে গেছে। শুধু বাকি রয়েছে শাকিব খানের ‘বরবাদ’। হুট করে একটি গুঞ্জন উঠল ঈদে সিনেমাটি মুক্তি নিয়ে শঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে সুস্পষ্ট তথ্য নেই। অথচ সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ইমোশনাল ব্ল্যাকমেইল শুরু করল সূত্রহীন কিছু খবর। এমনকি সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে সঠিক উত্তর দিতে পারলেন না প্রযোজকও। পরে তিনিই সার্টিফিকেশন বোর্ডে জমা দেয়ার কথা নিশ্চিত করলেন। ততক্ষণে গুজব উসকে দিলেন ‘জংলি’ সিনেমার নায়ক সিয়াম আহমেদ।

গতকাল সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি প্রথম আলোকে বলেন, ‘আমরা সিনেমাটি সেন্সরে জমা দেওয়ার জন্য এক মাস ধরে প্রস্তুতি নিচ্ছি। সব নিয়ম মেনেই আমরা কাজ করছি। আমরা সিনেমার সব তথ্য আমাদের পক্ষ থেকে মন্ত্রণালয়কে জানিয়েছি। সেখানে মন্ত্রণালয়ের কাছ থেকে একটি ডকুমেন্ট পেলেই সিনেমাটি আমরা সেন্সরে জমা দিতে পারব। সিনেমা নিয়ে সেই প্রস্তুতি রয়েছে। এটা নিয়েই দীর্ঘ সময় লাগছে। সর্বশেষ গত সপ্তাহে পাওয়ার কথা ছিল। এটা আর এক দিনের মধ্যেই পাওয়ার কথা রয়েছে। দেখা যাক।’
এদিকে ‘বরবাদ’ মুক্তি নিয়ে কোনো অনিশ্চয়তা রয়েছে কি না? এমন প্রশ্নে শাহরিন বলেন, ‘হয়তো শিগগিরই পেয়ে যাব। আমরা পাওয়ামাত্রই সিনেমাটি সেন্সরে জমা দেব। সেভাবেই আমরা প্রস্তুত। একজন প্রযোজক হিসেবে এ দেশে সিনেমা বানানো কঠিন কাজ। দেশে হল নেই। ইন্ডাস্ট্রির অবস্থা ভালো নয়। সেখানে আমরা এগিয়ে এসেছি। আমার বড় বাজেটের সিনেমা। সেটা সব নিয়ম মেনে কাজ করা। সেই সিনেমা নিয়ে যদি অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়, তাহলে ঢালিউডে কেন প্রযোজকেরা আসবে?’
কিন্তু কেন অনিশ্চয়তা এবং এ বিষয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন কিনা সে বিষয় কোনো প্রশ্নের উত্তর নেই বা সেই প্রশ্ন করা হয়নি শাহরিনকে।
তিনি আরো বলেন, ‘সিনেমা বানানোর জন্য সারা বিশ্বের প্রযোজকদের সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদের এখানেও সরকার আন্তরিক। আমরা “বরবাদ” নিয়ে আশাবাদী। সেভাবেই আমরা সিনেপ্লেক্সসহ সিঙ্গেল সিনেমা হল কর্তৃপক্ষের সঙ্গে প্রতিদিন কথা বলছি। আমাদের মুক্তির জন্য প্রচারণার সব প্রক্রিয়ার মধ্যে রয়েছি। আশা করছি, আমরা ডকুমেন্টটি পাব এবং ঈদে সিনেমাটি–ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেব। তা না হলে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কি ভালো হবে? প্রযোজক যদি সিনেমা বানিয়ে মুক্তি দিতে না পারে, তাহলে লগ্নি কে করবে?’
শোনা যাচ্ছে, যৌথ প্রযোজনা সংক্রান্ত নিয়ম ঠিকঠাক না মানায় জটিলতায় পড়ে ‘বরবাদ’। যা কোনোভাবেই বাহ্যিক চাপ নয়। বরং সিনেমাটি মুক্তি প্রসঙ্গে সিনেমা হল মালিকদের পক্ষ থেকে চাপের মুখে রয়েছে সরকার। তার সঙ্গে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ছড়িয়ে পড়া গুঞ্জন।

আজ রোববার রাতে প্রযোজক শাহরিন আক্তার সুমি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আগামীকাল সোমবার সকালে “বরবাদ” সেন্সরে জমা দেওয়া হবে। ঈদেই মুক্তি পাচ্ছে সিনেমাটি।’
তিনি আরও বলেন, ‘সব নিয়ম মেনেই আমরা “বরবাদ” নির্মাণ করেছি। মন্ত্রণালয় কাগজপত্র যাচাই-বাছাই করে অনুমতি দিয়েছে।’
এদিকে শাকিব খানের ভক্তদের ক্ষোভের সুযোগ নিলেন সিয়াম আহমেদ। বিষয়টি পুরোপুরি যাচাই করে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, একজন অভিনেতা হিসেবে আমি জানি একেকটা সিনেমার পেছনে কতো মানুষের স্বপ্ন লুকোনো থাকে। আমাদের মৃতপ্রায় ইন্ডাস্ট্রিতে আমরা চেষ্টা করছি যে যার জায়গা থেকে কন্ট্রিবিউট করার। কিন্তু এসবের মাঝে যদি সিনেমা আটকে দেয়ার গুঞ্জন কানে আসে তাহলে খুব হতাশ লাগে, তীব্র রাগ হয়। একটা সিনেমা আটকে দেয়া মানে কতগুলো স্বপ্নকে দাফন করে দেয়া!
এরপর সিয়াম বলেন, ‘বরবাদ’ আমি, আমরা সিনেমাহলে দেখতে চাই। এই ঈদে দর্শক জংলি, বরবাদ, দাগী, চক্কর, জ্বীন-৩ দেখতে সিনেমাহলে ভিড় করুক। সিদ্ধান্ত নিতে যারা বসে আছেন তাদের কাছে আমার একটাই দাবী- হয় সব সিনেমা মুক্তি দিন, নাহলে কোনটাই দেয়ার দরকার নেই। চলচ্চিত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দিন।
আরো খবর হলো, প্রায় চার বছর আগে শেষ হওয়া শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ ছবিটি শনিবার সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে। পরদিনই ওয়াজেদ আলী পরিচালিত ‘অন্তরাত্মা’র সেন্সর শো, ছবিটি ঈদে মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে।
‘বরবাদ’–এ আরও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে থাকবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। ছবির বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে।