
বরবাদ/ সাত দিনে প্রায় সাড়ে ২৭ কোটি টাকার টিকিট বিক্রির দাবি
ঈদুল ফিতরের সিনেমা মুক্তির এক সপ্তাহ পেরিয়ে গেছে। এর মধ্যে দুর্দান্তভাবে এগিয়ে আছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘বরবাদ’। গতকাল বিকেলে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, সাতদিনে রেকর্ড টিকেট বিক্রি তথা গ্রস কালেকশন করেছে সিনেমাটি।

রিয়েল এনার্জি প্রডাকশন ফেসবুক পোস্টে বলছে, সাত দিনে ‘বরবাদ’-এর কর, কমিশন, ও অন্যান্য খরচ বাদ দেয়ার আগের আয় ছিল ২৭ কোটি ৪৩ লাখ টাকা।
সহিংসতানির্ভর ‘বরবাদ’ ১২০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর মধ্যে মাল্টিপ্লেক্সগুলোতে পেয়েছে রেকর্ড সংখ্যক শো। এদিকে ফেসবুক পেজ বাংলা মুভি রিভিউ (ব্লকবাস্টার সিনেমাস বাদে) মাল্টিপ্লেক্সগুলোর অনলাইন বুকিং বিশ্লেষণ করে জানিয়েছে, আট দিনে এসব হলে ‘বরবাদ’-এর ৪ কোটি টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে।
রেকর্ড গ্রস কালেকশনের ঘোষণা দিলেও কোন পদ্ধতিতে আয়ের হিসাব করা হয়েছে, তার ব্যাখ্যা দেয়নি রিয়েল এনার্জি। কেন না বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে আয় জানার সুনির্দিষ্ট কোনো পদ্ধতি নেই।
মুক্তির আগে প্রযোজন জানিয়েছে রেকর্ড অংকে রেন্টালের মাধ্যমে ‘বরবাদ’ প্রদর্শণ করছেন হল মালিকরা।
২০২৩ সালের ঈদুল আযহায় শাকিবের ‘প্রিয়তমা’ একমাসে ২৭ কোটি টাকার টিকেট বিক্রির খবর প্রকাশ করেছিল। এখন সাত দিনেই ‘বরবাদ’ সেই সাফল্যে পেয়েছে বলে দাবি প্রযোজকদের।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি মাসেই ‘বরবাদ’ যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপে মুক্তি পাবে।
ভারতে চিত্রায়িত ও সেই দেশের কারিগরিনির্ভর ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান।