
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সংস্কৃতি সাংবাদিকদের সংগঠন ‘কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ’ (সিজেএফবি) পারফরম্যান্স অ্যাওয়ার্ডের ২৪তম আসর। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই আয়োজন। তারকাখচিত এই অনুষ্ঠানে সংগীত, টেলিভিশন, ওটিটি, চলচ্চিত্রসহ সংস্কৃতির বিভিন্ন শাখার শিল্পী-কলাকুশলীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জুরি বোর্ডের বিচারে ২০২৪ সালের সেরাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক, সনদপত্র ও মেডেল।
এই আয়োজনে তিনজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে বিশেষে সম্মাননা প্রদান করা হয়। সংগীতে অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেনে ব্ল্যাকডায়মন্ড খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন, চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন অভিনেত্রী পূর্ণিমা এবং সাংবাদিকতায় অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন কাজী জেসিন।

অন্যান্য বিভাগে পুরস্কার বিজয়ী ও মনোনীতরা হলেন:
সেরা গায়িকা
বিজয়ী: সোমনুর মনির কোনাল – ‘রাজকুমার’
জেফার রহমান – ‘কমলায় নৃত্য করে’
সাবরিনা পড়শী – ‘এতটা আপন’
সেরা গায়ক
বিজয়ী: ইমরান মাহমুদুল – ‘মেঘলা মনে’
বালাম – ‘রাজকুমার’
মাহতিম সাকিব – ‘একটাই তুমি’
সেরা সংগীত পরিচালক
বিজয়ী: প্রিন্স মাহমুদ – ‘বরবাদ’
হাবিব ওয়াহিদ – ‘জোনাক জ্বলে’
হৃদয় খান – ‘হোক বদনাম’
সেরা গীতিকার
বিজয়ী: আসিফ ইকবাল – ‘রাজকুমার’
কবির বকুল – ‘রঙে রঙে রঙিন হব’
সাদাত হোসাইন – ‘মেঘবালিকা’
সেরা গীতিকার (সমালোচক)
বিজয়ী: জনি হক – ‘তোমার চুলে’
পারশা মেহজাবিন – ‘চল ভুলে যাই’
রোহিত সাধু খান – ‘বেঁচে যাওয়া ভালবাসা’
সেরা অভিনেতা – চলচ্চিত্র
বিজয়ী: শাকিব খান – ‘তুফান’
ইয়াশ রোহান – ‘ফাতিমা’
শাকিব খান – ‘রাজকুমার’
সেরা অভিনেত্রী – চলচ্চিত্র

বিজয়ী: মাসুমা রহমান নাবিলা – ‘তুফান’
তাসনিয়া ফারিণ – ‘ফাতিমা’
পূজা চেরি – ‘লিপস্টিক’
সেরা অভিনেত্রী (সমালোচক) – চলচ্চিত্র
বিজয়ী: মেহজাবীন চৌধুরী – ‘প্রিয় মালতী’
জয়া আহসান – ‘পেয়ারার সুবাস’
শবনম বুবলী – ‘দেয়ালের দেশ’
সেরা সম্ভাবনাময়ী অভিনয়শিল্পী – চলচ্চিত্র

বিজয়ী: মন্দিরা চক্রবর্তী – ‘কাজলরেখা’
আদর আজাদ – ‘লিপস্টিক’
নীলাঞ্জনা নীলা – ‘শ্যামা কাব্য’
সেরা নাটক
বিজয়ী: ‘চেয়েছি তোমার হতে’, সুলতান এন্টারটেইনমেন্ট
‘নূর’, সিএমভি
‘শেষমেশ’, ক্লাব ১১ এন্টারটেইনমেন্ট
সেরা পরিচালক- টেলিভিশন
বিজয়ী: ইমরাউল রাফাত – ‘সুতো’
কাজল আরেফিন অমি – ‘শেষমেশ’
প্রবীর রায়চৌধুরী – ‘লাভ লাইন’
সেরা অভিনেতা – টেলিভিশন
বিজয়ী: জিয়াউল হক পলাশ – ‘শেষমেশ’
ফারহান আহমেদ জোভান – ‘লাভ লাইন’
মুশফিক আর. ফারহান – ‘শুধু তোমার জন্য’
সেরা অভিনেত্রী – টেলিভিশন
বিজয়ী: তানজিন তিশা – ‘নরসুন্দরী’
অর্চিতা স্পর্শিতা – ‘নূর’
সাবিলা নূর – ‘সুতো’
সেরা নাট্যকার
বিজয়ী: অপূর্ণ রুবেল – ‘সুতো’
বিজয়ী: আহমেদ তাওকীর – ‘নরসুন্দরী’
জাহিদ প্রীতম – ‘বুক পকেটের গল্প’
সেরা অভিনেতা (সমালোচক) – টেলিভিশন
বিজয়ী: আরশ খান – ‘শীতল মেঘের প্রেম’
খায়রুল বাসার – ‘রোদ বৃষ্টির গল্প’
জিয়াউল হক পলাশ – ‘এভাবেও ফিরে আসা যায়’
সেরা অভিনেত্রী (সমালোচক) – টেলিভিশন
বিজয়ী: তাসনুভা তিশা – ‘শীতল মেঘের প্রেম’
বিজয়ী: তানজিম সাইয়ারা তটিনি – ‘লাভ সাব’
কেয়া পায়েল – ‘আপনারা আমাকে শুনুন’
সেরা পরিচালক (সমালোচক) – টেলিভিশন
বিজয়ী: তপু খান – ‘মমতা’
সেরা ননফকিশন অনুষ্ঠান
বিজয়ী: শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ, বঙ্গ
আলো ছড়াবো উপস্থাপনায়, এনটিভি
সেরা কণ্ঠ, চ্যানেল আই
সেরা ইউটিউব ড্রামা চ্যানেল
বিজয়ী: ক্লাব ১১এন্টারটেইনমেন্ট
সিএমভি
সুলতান এন্টারটেইনমেন্ট
সেরা ওয়েব ফিল্ম
বিজয়ী: ‘অসময়’, বঙ্গ
‘কাছের মানুষ দূরে থুইয়া’, চরকি
‘বুকিং’, বঙ্গ
সেরা পরিচালক – ওয়েব ফিল্ম
বিজয়ী: কাজল আরেফিন অমি – ‘অসময়’
অনম বিশ্বাস – ‘রঙিলা কিতাব’
শিহাব শাহীন – ‘কাছের মানুষ দূরে থুইয়া’
সেরা অভিনেতা – ওয়েব সিরিজ
বিজয়ী: আবদুন নূর সজল – ‘রুমি’
বিজয়ী: এফএস নাঈম – ‘কালপুরুষ’
জিয়াউল ফারুক অপূর্ব – ‘গোলাম মামুন’
সেরা অভিনেত্রী – ওয়েব সিরিজ
বিজয়ী: সাবিলা নূর, ‘গোলাম মামুন’
তানজিকা আমিন – ‘কালপুরুষ’
সাফা কবির – ‘টিকিট’
সেরা অভিনেত্রী – ওয়েব ফিল্ম
বিজয়ী: পরীমনি – ‘বুকিং’
তাসনিয়া ফারিণ – ‘কাছের মানুষ দূরে থুইয়া’
সারিকা সাবরিন – ‘মায়া’
সেরা অভিনেত্রী (সমালোচক) – ওয়েব ফিল্ম
বিজয়ী: তাসনিয়া ফারিণ – ‘অসময়’
জেফার রহমান – ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামি’
মেহজাবীন চৌধুরী – ‘ফরগেট মি নট’
সিজেএফবি জুরি পুরস্কার
চলচ্চিত্র অভিনেতা: শাকিল খান
সম্ভাবনাময় প্রযোজক (চলচ্চিত্র): শিহাব আহমেদ সিরাজী, ‘রিকশা গার্ল’
সম্ভাবনাময় পরিচালক (টেলিভিশন): রাইসুল তমাল – ‘শীতল মেঘের প্রেম’
সম্ভাবনাময় অভিনেত্রী (টেলিভিশন): তন্নি মাহমিদ তৃণা – ‘অবুঝ মনের প্রেম’
সংগীতশিল্পী: ইশমাত আরা ইভা
সংগীত পরিচালক: শওকাত
ম্যাসিভ হিটের ১০ বছর: ধ্রুব গুহ – ‘যে পাখি ঘর বোঝে না’

সেরা সঙ্গীতধর্মী অনুষ্ঠান: গ্লোবাল মিউজিক
সেরা ইভেন্ট আয়োজক: স্বপন চৌধুরী, অন্তর শোবিজ

আউট অব দ্য বক্স সিইও: কামরুল হাসান
সেরা অনুসন্ধানী অনুষ্ঠান: একুশের চোখ
ডিকেট অব একুশে ডিজিটাল: একুশে ডিজিটাল