বাপ্পার বক্তব্যে চটেছে পরিচালক সমিতি
২৭ এপ্রিল ‘কালের কণ্ঠ’ অনলাইনে চলচ্চিত্র পরিচালক সমিতি নিয়ে কথা বলেন বাপ্পারাজ। তার মতে, পরিচালক সমিতি চাইলে চলচ্চিত্রের উন্নতি করতে পারে। কিন্তু তারা কোনো কাজ না করে একজন আরেকজনের পেছনে লাগছে।
শুধু তাই নয়, শাকিব খানের পক্ষ নিয়ে বাপ্পা বলেন, ‘এখন বাংলাদেশের এক নম্বর অভিনেতা তিনি। কেউ যদি দাবি করে শাকিব খানকে তিনি তৈরি করেছেন তাহলে শাকিবও বলতে পারেন, তিনি ওই পরিচালককে হিট ছবি দিয়েছেন! আমাদের দেশের মানুষ কখনোই একজনকে ওপরে উঠতে দেয় না, কেউ উঠতে চাইলে টেনে নামানোর চেষ্টা করা হয়। পরিচালক সমিতির কারো সঙ্গে দ্বন্দ্ব হলেই তারা তাকে শত্রু বানিয়ে ফেলে। এটা ঠিক নয়।’
বাপ্পার এমন মন্তব্যে ক্ষোভ জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন। ক্ষুব্ধ অন্য পরিচালকরাও। খোকন বলেন, ‘বাপ্পারাজ শুধু অভিনেতা নন, তিনি পরিচালকও। একজন পরিচালক হয়ে তিনি কিভাবে আমাদের ছোট করেন! তাঁর কাছ থেকে আমরা এটা আশা করিনি। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। ’