Select Page

বিদেশী প্রশিক্ষকের পরিচালনায় চিত্রনাট্যের কর্মশালা

বিদেশী প্রশিক্ষকের পরিচালনায় চিত্রনাট্যের কর্মশালা

Joe Petrikaটিভি ও চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরীর জন্য দুদিন ব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন করেছে যৌথভাবে ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া ও ইএমকে সেন্টার। বিশ্বের এক নম্বর ফিল্ম স্কুল আমেরিকান ইনস্টিটিউট-এর এক্সিকিউটিভ ভাইস ডিন জো পেটরিকা কর্মশালাটি পরিচালনা করবে।

‘মাষ্টার ক্লাশ অন স্ক্রীন রাইটিং’ শিরোনামের এ কর্মশালায় কাহিনীচিত্র, বিজ্ঞাপনচিত্র ও টেলিভিশন নাটকের চিত্রনাট্য কৌশললের উপর আলোকপাত করা হবে। এছাড়া চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ায় চিত্রনাট্যের কৌশলের নান্দনিক দিকসহ চিত্রনাট্যের আন্তর্জাতিক বাজার সম্পর্কে ধারণা প্রদান করা হবে। আগামী ২৯ ও ৩০ অক্টোবর তারিখে  প্রতিদিন বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ কর্মশালা চলবে। প্রশিক্ষক জো পেটরিকা আমেরিকান ইনস্টিটিউটসহ বিশ্বের  বিভিন্ন ফিল্ম ইনস্টিটিউটে চিত্রনাট্যের ওপর প্রশিক্ষণ দেন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আয়োজিত কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে কর্মশালা শেষে সনদপত্র প্রদান করা হবে। উক্ত কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদেরকে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অব ফিল্ম আ্যান্ড মিডিয়া-৬১/এ, লেক সার্কাস, কলাবাগান (ডলফিন গলি)। ইএমকে সেন্টার-মিডাস সেন্টার, বাড়ি – ৫, সড়ক – ১৬ (পুরাতন ২৭), ধানমন্ডি। মুঠোফোনে ০১৭৩৯১২২০২১, ০১৭৩১৬৮৩৬৭৭।


Leave a reply