Select Page

ব্লকবাস্টার সিনেমায় সারা বছর ইমপ্রেসের ছবি

যমুনা ফিউচার পার্কে মাল্টিপ্লেক্সের নাম ব্লকবাস্টার সিনেমা।  শুধুমাত্র বাংলাদেশী ছবি চালানোর জন্য সেখানে থাকছে একটি হল ‘উৎসব’। এই প্রেক্ষাগৃহে সারাবছর শুধু ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্রই প্রদর্শিত হবে বলে জানিয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম এর পরিচালক (বিপনন) ইবনে হাসান খান।সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাতকারে তিনি জানিয়েছেন ব্লকবাস্টার সিনেমায় মোট সাতটি প্রেক্ষাগৃহ আছে। এর মাঝে উৎসব প্রেক্ষাগৃহে সারা বছর শুধু ইমপ্রেস টেলিফিল্মের ছবিই প্রদর্শন করা হবে। শুরুতেই গাজী রাকায়েত পরিচালিত প্রথম চলচ্চিত্র মৃত্তিকা মায়া প্রদর্শন করা হবে।

আগামী ৩০ অথবা ৩১ আগস্ট যমুনা ফিউচার পার্ক উদ্বোধন করা হতে পারে। মৃত্তিকা মায়া চলচ্চিত্রটিও তখন থেকে প্রদর্শিত হবে। মৃত্তিকা মায়ায় অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, শর্মীমালা, তিতাস জিয়া প্রমুখ।

সূত্র: প্রথম আলো


Leave a reply