ভারতে অভিষেক সিনেমার পুরস্কার পেল ‘কাঠগোলাপ’
শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চেন্নাইতে বেস্ট ডেব্যু ফিচার ফিল্ম হিসেবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতেছে “কাঠগোলাপ / The scentless” সিনেমাটি। গত শনিবার (১৬ সেপ্টেম্বর) ‘কাঠগোলাপ’ চলচ্চিত্রটি শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হয়।
প্রযোজক মো. ফরমান আলী এ তথ্য জানিয়েছেন।
পরিচালনা করেছেন সাজ্জাদ খান। এর আগে তার নির্মিত “সাহস” নামের একটি সিনেমা ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পায়।
ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের বান্যারে নির্মিত সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল। এতে অভিনয় করেছেন সাবরিনা সুলতানা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা, সুজন হাবিব, দিলরুবা দোয়েল, এ কে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বিশ্বাস প্রমুখ। চিত্রগ্রহণ করেছেন নাহিয়ান বেলাল এবং সম্পাদনা করেছেন মোস্তফা প্রকাশ।
ইতিপূর্বে সিনেমাটি এ বছর ২০ মে কান উৎসবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন- বিএফডিসির স্টলে কাঠগোলাপের পোস্টার উম্মোচিত হয় এবং ভারতের দিল্লিতে ১১তম জাগরণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।