‘মাটির প্রজার দেশে’ ৩, ‘পাষাণ’ ১০৮ (হল তালিকা)
২৩ মার্চ মুক্তি পাচ্ছে দুই সিনেমা। এর মধ্যে রয়েছে বিজন ইমতিয়াজ পরিচালিত ‘মাটির প্রজার দেশে’ ও সৈকত নাসিরের ‘পাষাণ’।
বিদেশের একাধিক উৎসবে প্রশংসিত হয়েছে ‘মাটির প্রজার দেশে’, পেয়েছে পুরস্কারও। সেই সিনেমা দেশের মাত্র ৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে— রাজধানীর স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমাস ও রাজশাহীর উপহার সিনেমা হল। এরপর ৫ মে মুক্তি পাবে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে।
এদিকে ১০৮টি প্রেক্ষাগৃহ মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’। অভিনয় করেছেন কলকাতার ওম ও বিদ্যা সিনহা মিম।
‘পাষাণ’-এর হল লিস্ট
ঢাকা : স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা, মধুমিতা, শ্যামলী, সনি, অভিসার, এশিয়া, আনন্দ, চিত্রামহল, বিজিবি, গীত, সেনা অডিটোরিয়াম, পূরবী, রাজমনি, শাহীন, মুক্তি, পুনম, রানীমহল ও নিউ গুলশান।
ঢাকার বাইরে : নিউ মেট্রো – নারায়ণগঞ্জ, চন্দ্রিমা – শেরপুর, সেনা – সাভার, চম্পাকলি – টঙ্গী, বর্ষা – জয়দেবপুর, চাঁদমহল – কাঁচপুর, মনিহার – যশোর, নন্দিতা – সিলেট, অভিরুচি – বরিশাল, পূরবী – ময়মনসিংহ, রূপকথা – পাবনা, শাপলা – রংপুর, সোনিয়া – বগুড়া, আলমাস – চট্টগ্রাম, মডার্ন – দিনাজপুর, শংখ – খুলনা, চিত্রালী – খুলনা, নবীন – মানিকগঞ্জ, পান্না – মুক্তারপুর, ঝংকার – পাঁচদোনা, ফিরোজ মহল – পাগলা, বিলাস – সাভার, মমতাজ – সিরাজগঞ্জ, কাকলী – শেরপুর, সন্ধ্যা – রাজবাড়ী, কেয়া – টাঙ্গাইল, রূপালী – কুমিল্লা, গ্যারিসন – কুমিল্লা ক্যান্ট, নিউ রজনীগন্ধা – চালা, হিরামন – নেত্রকোনা, তিতাস – পটুয়াখালী।
রূপসী – ভোলা, পূর্বাশা – সান্তাহার, মানসী – কিশোরগঞ্জ, দর্শন – ভৈরব, মনোয়ার – জামালপুর, বনানী – কুষ্টিয়া, চিত্রবানী – গোপালগঞ্জ, মাধবী – মধুপুর, রাজ – কুলিয়ারচর, মধুমিতা – মাগুরা, হ্যাপি – লক্ষীপুর, মোহনা – কোনাবাড়ী, প্রিয়া – ঝিনাইদাহ, মুন – হোমনা, চলন্তিকা – গোপালদী, হিরক – গোবিন্দগঞ্জ, ঝংকার- বক্সিগঞ্জ, তাজ – গাইবান্ধা, রুনা – চালাকচর, পালকী- চান্দিনা, ঝর্ণা – দাউদকান্দি, ভাই ভাই – দেওয়ানগঞ্জ, সিক্তা – ধনুট, অন্তরা – মেলানদাহ, ফাল্গুনী – নাগরপুর, ছন্দা – পটিয়া, সঙ্গীতা – সাতক্ষীরা।
মনিকা – শায়েস্তাগঞ্জ, বর্ণালী – শাহজাদপুর, ভাই ভাই – সখিপুর, মিলন – মাদারীপুর, রাজিয়া – নাগরপুর, মুন – মুক্তাগাছা, মল্লিকা – উল্লাপাড়া, আলতা – সরিষাবাড়ি, লিলি – কুলাউড়া, কথাচিত্র – কটিয়াদী, আলমডাঙ্গা – আলমডাঙ্গা, আনামিকা – পিরোজপুর, আনন্দ – তানোর, আয়না – আক্কেলপুর, বাবু টকিজ – নীলফামারী, ছন্দা – কালীগঞ্জ, দিনান্ত – কিশোরহাট, গ্যারিসন – দয়ারামপুর, জনতা – জলঢাকা, লাইট হাউজ – পারুলিয়া, মমতাজমহল – নীলফামারী, নসিব – সাপাহার, রাজু – ঈশ্বরদী, রংধনু – নজিপুর, শাহীন – বল্লা বাজার, সোনালী – ঘোড়ঘাট, সনি – ইসলামপুর ও উল্লাস – বীরগঞ্জ।