‘মেঘ’র প্রিমিয়ার শো
মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত স্বল্পদের্ঘ্য চলচ্চিত্র ‘মেঘ’ এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হচ্ছে ১লা অক্টোবর। জাতীয় যাদুঘরের কবি বেগম সুফিয়া কামাল মিলনায়তনে বিকেল ৫টায় এই প্রিমিয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয়, এডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি।
চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম ও রিজওয়ানা রাহি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আর্জুমান্দ আরা বকুল, আসলাম সাকী, রেজাউল, আবদুস সাত্তার, গৌরব, মিথিল আলিম প্রমূখ।
ছবিটি নিয়ে নির্মাতা জানান. ‘মেঘ’ তার পরিচালিত দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এখানে এইচআইভি (এইডস) রোগকে কেন্দ্র করে কাহিনীটি সাজানো। গল্পে দেখা যাবে, কানাডা প্রবাসী আজিজুল হাকিম অনেক বছর ধরেই এইচআইভি জীবাণু শরীরে বহন করে আসছে। এটা জানার পর দেশে ফিরেন তিনি। এরপর পরিচয় হয় রাহির সাথে। এরপর তার জীবনের গল্প মোড় নেয় অন্যদিকে। বাঁচার ইচ্ছে করে তার। এই স্বল্পদের্ঘ্য চলচ্চিত্রটির ব্যাপ্তিকাল ৪০ মিনিট। আশা করি, দর্শকদের ভালোলাগবে।