যেখানে দেখবেন ঈদের সিনেমা
ঈদে মুক্তি পেয়েছে তিন ছবি— নবাব, বস টু ও রাজনীতি। ছবিগুলো সারাদেশে ভালোই ব্যবসা করছে। এবার জেনে নিন হল তালিকা—
রাজনীতি : ব্লকবাস্টার, যমুনা ফিউচার পার্ক, ঢাকা, ঝুমুর (জয়দেবপুর, গাজীপুর), গুলশান (নারায়ণগঞ্জ), বিলাস (সাভার), মতিমহল (ডেমরা), রূপকথা সিনেমা (শেরপুর), উত্তম সিনেমা (যশোর), বিজিবি অডিটোরিয়াম (হালিশহর, চট্রগ্রাম), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), পালকি (চান্দিনা), পলাশ (লাকসাম), সোনালী (ঈশ্বরগঞ্জ), মেঘনা (হাজীর হাট), বাবুল (নওহাটা), দর্শন (ভৈরব), লাভলু (আমতলী), আলীম সিনেমা (খেপুপাড়া), লিপি (গলাচিপা), ভাই ভাই (সখীপুর), রংধনু (সিদ্ধিরগঞ্জ), অবকাশ (ফুলবাড়ি), কানন (ফেনী), পূরবী (মনিরামপুর), সখী (হোসেনপুর), সেনা অডিটোরিয়াম (ময়মনসিংহ), আনন্দমেলা (দশমীনা), লাবনী (সাতক্ষীরা), মালা (সান্তাহার), ডায়মন্ড (বোয়ালমারী), স্টার ভিউ (কংস নগর), গ্যারী সিনেমা (শাহজাদপুর), সান্ত্বনা (হাজীগঞ্জ), আশা (মেলেন্দাহ), রোমা (ঝুমুরবাড়ি), মৌসুমী (সিরাজগঞ্জ), পিয়াসা (ধনবাড়ি), রাধানাথ (শ্রীমঙ্গল), আলমডাঙ্গা টকিজ (আলমডাঙ্গা), বানী (পাবনা), বসুন্ধরা (রাজবাড়ি)।
নবাব : স্টার সিনেপ্লেক্স-ঢাকা, শ্যামলী সিনেমা-ঢাকা, অভিসার- ঢাকা, জোনাকি -ঢাকা, সনি-ঢাকা, বিজিবি- ঢাকা, পুনম-ঢাকা, পদ্মা – ঢাকা, গীত – ঢাকা। আলোরূপা – লালমনিরহাট, বিজিবি-টেকনাফ, বিজিবি – সিলেট, বলাকা- ঠাকুরগাঁও, বনানী- কুষ্টিয়া, বানী- চর আলেকজেন্ডার, বনলতা- ফরিদপুর, বিনোদন- শারাইল (ক্যান্ট.), বিজিবি- কক্সবাজার, বৈশাখী- নড়িয়া, ছবিঘর- ঝিনাইদহ, বুলবুল- চিতলমারি, চাঁদমহল- কাঁচপুর, চাঁদনি- ভাঙ্গা (ফরিদপুর), চান্দনা- জয়দেবপুর, চিত্রবানী- গোপালগঞ্জ, চিত্রালী- খুলনা, সিনেরেক্স- কবিরহাট, কিলোপেটরা- ধুনট, দিপাঞ্ছাল- চর রাজিবপুর, দুলাল- ফেনী, ফাল্গুনী- নাগরপুর, ফিরোজমহল- পাগলা, জিকো- নাগেসরি, গ্যারিশন- দয়ারামপুর।
হ্যাপি- লক্ষ্মীপুর, আলতা- সরিষাবাড়ি, হিরামন- নেত্রকোনা, হিরক- গোবিন্দগঞ্জ, জনতা- জলঢাকা, ঝঙ্কার- বকশীগঞ্জ, ঝর্না- দউদকাঁদি, অপর্ণা- খোকশা, জননী- ফুলবাড়ি, কাকলী- শেরপুর, কানন- সাগরদিঘি, কাজলী- মতলব (চাঁদপুর), কেয়া- টাঙ্গাইল, কথাচিত – কটিয়াদি, লালমনি- লাল মোহন,লিলি – কুলাউরা, মধুবন – বগুড়া, মাধবী – মধুপুর, মায়াবি – আখাউরা, মেহেরপুর সিনেমা – মেহেরপুর, মিলন – মাদারীপুর, মিতালী – কুড়িগ্রাম, মধুমতি – ভৈরব, মোহনা – কোনাবাড়ি, মমতা – মাধব্দি, মমতাজ – সিরাজগঞ্জ, মনিহার – শাজাদপুর, মনিহার – মাধবপুর, মনিকা – সায়াস্তাগঞ্জ, মুন – আজমেরীগঞ্জ, মৌসুমি – পাকুন্দিয়া, নাজমা – জয়পুরহাট, নিউ গুলশান – জিঞ্জিরা, নিউ মেট্রো – নারায়ণগঞ্জ, মৌচাক – ভাঙ্গুরা, ময়ূরী – বাগাআছড়া, নবীন – নবীনগর, আনন্দ – তানোর, পাভেল – পিরগঞ্জ, পাদ্মা-শিবগঞ্জ, আনন্দ-দউলতখা, নবীন-মানিকগঞ্জ, পলাশ-লাকসাম, পাণ্ণা-চুয়াডাঙ্গা, প্রীতি-আগলা, প্রিয়া-গৌড়ীপুর, অন্নেশা – মকছেদপুর, পূর্বাশা-শান্তাহার, পূর্বাশা-মাগুরা, পূর্ণিমা-কোম্পানীগঞ্জ, পুরবী-চিটাগং, পুরবী-ময়মনসিংহ, রাজলক্ষ্মী-মেহেদিগঞ্জ, রংধনু-নজিপুর, রাজ-কুলিয়ারচর, রাজমনি-বোরহানউদ্দিন, রিয়া-জারিয়া, রুমা-মুক্তাগাছা, রুপালি সিনেমা-কুমিল্লা, রুনা-চালাকচর, রুপান্তর-গফরগাও, রূপকথা-পাবনা, রূপসী-ভোলা, সাধনা-রাজবাড়ী, সাগরিকা-চালা, সাগরী – চরফ্যাশন, সেনা – সাভার, ভিক্টরিয়া-শ্রীমঙ্গল, সঙ্গিতা-সাতক্ষীরা, শাপলা-শ্রীপুর, সাথী-আড়াইহাজার, আলিম – মঠবাড়িয়া, শ্যামলী চোধুরানী, শঙ্ক-খুলনা, শঙ্কমহল-ডুমুরিয়া, সুরভী- শিবচর, সোনালী- টেকেরহাট, সোনালী টকিজ- ঘোড়াঘাট, ছন্দা –হাসনাবাদ, ছন্দা- কালিগঞ্জ, সনি- ইসলামপুর, আলোছায়া – শরীয়তপুর, সুন্দরবন – শ্যামনগর, তাজ – গাইবান্ধা, তামান্না সৈয়দপুর,উর্বশী-ফুলবাড়ী, ভাই ভাই- দেওয়ানগঞ্জ, অন্তরা – মেলনদহ, জিকো- নাগেশ্বরী, মিতালী – কুড়িগ্রাম।
বস টু : স্টার সিনেপ্লেক্স – ঢাকা, মধুমিতা – ঢাকা, বলাকা – ঢাকা, জিঞ্জিরা – ঢাকা, পুরবী – ঢাকা, মুক্তি – ঢাকা, রাজমণি – ঢাকা, রানিমহল – ঢাকা, আনন্দ – ঢাকা, বর্ণালী – শাহাজাদপুর, বর্ণালী – নওাপাড়া, বর্ষা – জয়দেবপুর, বিউটি সিনেমা- পিপলবাড়ি, বিলাসী – সাভার, বীণা – পাবনা, বৈশাখী – বাউফল, বৈশাখী – কালুখালি, বনপাড়া – মাওনাবাজার, ছায়াবীনি সিনেমা – নাটোর, চালান্তিকা – গোপালদি, চম্পাকলি – টঙ্গী, ছায়াবীনি – ময়মনসিংহ, চিত্রামহল – ইংলিশ রোড, চিত্রাপুরী – আওলিনগর, চন্দ্রিমা – শ্রিপুর, ধিনতানা কিশোরহাট, জনতা – পুলবাড়ীঘাট, জনতা – খুলনা, ঝঙ্কার – পাচদোনা, জোনাকি – কলারুয়া, জুতি – কাজীরহাট, জয় – শমশেরনগর, কোহিনুর – চাঁদপুর, কল্লোল – মধুপুর, কল্পনা – মৌলোভিবাজার, লিবার্টি – খুলনা, লাইট হাউজ – পারুলিয়া, লাভলী – চাটমোহর, লাক্সমি – শ্যামনগর, মালঞ্চ – টাঙ্গাইল, মানসী – কিশোরগঞ্জ, মেঘনা – আসুনগর, আয়না – আক্কেলপুর, মর্ডান – দিনাজপুর, অন্তরা – নালাইবাড়ি, মধুমতি – মাগুরা, মধুমতি – বানুয়ানগর, মোহন – হবিগঞ্জ, মল্লিকা – উল্লাপাড়া, মোনামি – খোকশা, মনিহার – যশোর, মনরোমা – কাপসিয়া।
মনোয়ার – জামালপুর, মুন – হোমনা, মুন – মুক্তাগাছা, ময়নামতি কুমিল্লা, ময়নাল – গুরুদাশপুর, মুক্তা – রানীসঙ্খল, মুক্তা – চাদেরকনী, আলোছায়া – শারিয়াতপুর, মুক্তি – চাদেরকনা, নন্দিতা – সিলেট, নান্তুরাজ – চুয়াডাঙ্গা, নিউ রজনীগন্ধা – চালা,সিরাজগঞ্জ, নসিব সিনেমা – সাপাহার, অবসর – বিরামপুর, অবসর – ভোলা, অভিরুচি – বরিশাল, পান্না – মোক্তারপুর, পিয়াসী – ধনবাড়ী,পলাশী – শিবচর, পৃথিবী – জয়পুরহাট, প্রিয়া – ঝিনাইদহ, প্রতিভা – রাজহর, অনামিকা – পিরোজপুর, রাজমহল – চাঁপাইনাবাবগঞ্জ, অনুপম – মোকামতলা, রাজ মনিহার – রায়পুরা, রেনেসাঁ – সখিপুর, আনান্দা – কুলিয়ারচর, রাজিয়া- নাগরপুর, রাজিয়া – সদরপুর, রাজু সিনেমা- ঈশ্বরদী, রিয়ামহল – নয়াপুর, রোজভুই – নাগেশ্বরী, রুমা – মুক্তাগাছা, রুপালী, সাগর – কালিয়াকৈর, সানা – বনানী, সন্দা – পাটিয়া, শাপলা – ভালুকা, সত্যবতি- শেরপুর, শাহিন – বাল্লাবাজার, শাপলা – রংপুর,সাথী – পলাশবাড়ি, সিক্তা – ধুনট, সবুজ – চর ফেসন, সোসাইটি – খুলনা, সঙ্গীতা – খুলনা, সোনিয়া – বগুড়া, সনি – ইসলামপুর, সোহাগ – শটিবাড়ী, সুমন সিনেমা – মটখোলা, তাজ – নওগাঁ, তিতাস – পটুয়াখালী, তুলি সিনেমা – নাভারন, উল্লাস – বিরগঞ্জ, ইউনিভারসাল – মাদারিপুর, উপহার – রাজশাহী, উত্তরা – ফুলপুর, উত্তরা – পার্বতীপুর, আলমাস – চট্টগ্রাম।
সূত্র : জাগো নিউজ