Select Page

যৌথ প্রযোজনায় ভারতের প্রাধান্য কেন? জানালেন ঋতুপর্ণা

যৌথ প্রযোজনায় ভারতের প্রাধান্য কেন? জানালেন ঋতুপর্ণা

ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতার নামি এ অভিনেত্রী একসময় ঢাকার অনেক সিনেমায় অভিনয় করেছেন। প্রায় অর্ধযুগ পর আলমগীরের পরিচালনায় অভিনয় করেছেন বাংলাদেশের সিনেমা ‘একটি সিনেমার গল্প’-এ। তিনিই জানালেন যৌথ প্রযোজনার সিনেমায় সমতা না থাকা প্রসঙ্গে।

‘যৌথ প্রযোজনার ছবি দিয়ে বাংলাদেশে আপনার অভিষেক হয়েছিল। নিশ্চয়ই শুনেছেন, যৌথ প্রযোজনা নিয়ে এখানে এখন দ্বিমুখী অবস্থান চলছে।’— এমন কথার সূত্রে কালের কণ্ঠকে ঋতুপর্ণা বলেন, ‘আমি যৌথ প্রযোজনার যতগুলো ছবিতে অভিনয় করেছি সেগুলো দেখলে বুঝতে পারবেন, সেখানে বাংলাদেশের প্রাধান্য ছিল। এর কারণ কিন্তু স্পষ্ট। তখন কলকাতার চেয়ে বাংলাদেশের বাজার ভালো ছিল। বাংলাদেশের কলাকুশলী, পরিচালকরাও ছিলেন কলকাতার চেয়ে এগিয়ে। তাই প্রধান কাস্টিং থেকে শুরু করে কলাকুশলীর বেশির ভাগই ছিলেন এখানকার। ‘স্বামী কেন আসামী’ দেখুন। শাবানা ম্যাডামের ওপর গল্প। জসীম ভাই প্রধান নায়ক। আর এখন বাংলাদেশের চেয়ে কলকাতা টেকনিক্যাল দিক দিয়ে এগিয়ে। ফলে পরিচালক থেকে শুরু করে কলাকুশলী—সবখানেই তাদের অধিকার বেশি। তবে হ্যাঁ, একেবারে যেন ঠকানো না হয় সেটার দিকে নজর রাখা উচিত।’


Leave a reply