Select Page

রাজকুমার/ ৩ মিনিটের মারপিটে ৭০ লাখ টাকা খরচের দাবি!

রাজকুমার/ ৩ মিনিটের মারপিটে ৭০ লাখ টাকা খরচের দাবি!

হিমেল আশরাফ পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমার ৩ মিনিটের একটি মারপিটের দৃশ্যের জন্য ৭০ লাখ টাকা খরচ হয়েছে। এমনটা দাবি এ নির্মাতাদের। হিমেল আশরাফ বলেন, ‘রাজকুমার সিনেমার ফাইটে যে বাজেট খরচ করেছি সেই টাকাতে আমাদের এখানে অনেক সিনেমা নির্মিত হয়।’

ফাইট সিনে যদি ৭০ লাখ টাকা খরচ হয়, তবে তিন দেশে শুটিং ও অন্যান্য বিভাগে কত বাজেট? এ বিষয়ে তার মন্তব্যে কিছু জানা যায়নি।

হিমল বলেন, ‘ফাইট আর গানে আমরা কোনো কমতি রাখতে চাই না। আমেরিকার বিভিন্ন রাজ্যে দুই সপ্তাহ ধরে শুটিং করব, যেসব লোকেশন শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনও দেখা যায়নি। সিনেমাটির গল্প-চিত্রনাট্য আমার। আমার জানা আছে কী কী এলিমেন্টস লাগবে।’

গত ডিসেম্বরে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হয়। পাবনা ও ঢাকা ঘুরে ‘রাজকুমার’-এর সেট পড়ে ভারতে। পরের অংশের শুটিংয়ের অংশ নিতে চলতি সপ্তাহে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন অভিনেতা শাকিব খান। এর আগে লন্ডন, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে বহুবার শুটিংয়ে গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রে শুটিং করবেন তিনি।

গেল বছরের ১০ ডিসেম্বর পাবনায় ‘রাজকুমার’ ছবির শুটিং শুরু হয়। এরপর চেন্নাইয়ে এক দফা মারপিটের শুটিং হয়।

সিনেমাটির গল্প সম্পর্কে হিমেল আশরাফ বলেন, ‘গল্পটা একটা ছেলের জীবনের জার্নির গল্প। পাবনা থেকে আমেরিকায় যায় শাকিব খান। আমরা সবাই জানি, আমেরিকায় সবাই ভালো ও উন্নত জীবনের জন্য যায়। কিন্তু এই ছেলেটি সে কারণে আমেরিকা যায় না। তার যাওয়ার পেছনে অন্য একটা কারণ থাকে। সে কিভাবে যায়, কেন যেতে চায়? এসব নিয়েই গল্পটা।’

এতে শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। আরো রয়েছেন সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন, ফারুক আহমেদ, ডা. এজাজ, মুকিত জাকারিয়াসহ অনেকে।

আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘রাজকুমার’। সম্প্রতি সিনেমার টাইটেল গানের কিছু স্থিরচিত্র অনলাইনে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া পায়।


Leave a reply