রুনা লায়লার জন্মদিন
আজ কণ্ঠশিল্পী রুনা লায়লার জন্মদিন। গুণী এই সংগীতশিল্পীর জন্মদিনে বিএমডিবি’র পক্ষ থেকে শুভেচ্ছা।
পাঁচ দশকের সংগীত জীবনে ১৯টি ভাষায় অসংখ্য গান গেয়েছেন গুণী এই শিল্পী। ১৯৭৪ সালের শুরুতে প্রয়াত সত্য সাহার সুরে ‘জীবন সাথী’ ছবিতে গান গাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ছবিতে প্রথম প্লে-ব্যাক করেন রুনা। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কারসহ বিভিন্ন পুরষ্কারে ভূষিত হয়েছেন।
তবে পাকিস্তানের ‘যুগ্মু’ ছবিতে ছোটবেলায় তিনি প্রথম প্লে-ব্যাক করেন। বাংলায় প্রথম কাজ করেন স্বরলিপি ছবিতে। রুনা লায়লা চার বছর বুলবুল একাডেমী করাচিতে ভরত নাট্যম, কত্থক, কত্থকলি শিখেছিলেন।
একটানা সবচেয়ে বেশি গান রেকর্ডিংয়ের জন্য গিনেস বুক অব ওর্য়াল্ড রের্কডে তার নাম অর্ন্তভুক্ত হয়েছে।
চলতি বছর নেপালে অনুষ্ঠিত সার্ক সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন।
এবারের জন্মদিনটি রুনা লায়লা তার স্বামী চিত্রনায়ক আলমগীরের সঙ্গে কাটাবেন। সঙ্গে স্বজনদেরও সময় দেবেন।