শাকিবকে নিয়ে ছবি নির্মাণে নিষেধাজ্ঞা!
শাকিব খানের সাথে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। তাকে নিয়ে ছবি নির্মাণ বন্ধের আহবান জানিয়েছেন সমিতি। ২৪ এপ্রিল সমিতির মহাসচিব বদিউল আলম খোকন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, শাকিব খান পরিচালকদের হেয় করেছেন। এর পরিপ্রেক্ষিতে পরিচালক সমিতি শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। এর সমাধান না হওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধের আহবান জানানো হয়।
পরিচালকদের ‘বেকার’ বলে অসম্মানিত করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান খোকন।
সম্প্রতি পারিবারিক বিতর্কের জের ধরে শাকিব খান একাধিক সংবাদমাধ্যমে প্রসঙ্গক্রমে বলেন, ‘এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডাও মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তা-ই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন?’
এর জের ধরে নোটিশ পাঠালে শাকিব শিল্পী সমিতির নির্বাচন স্থগিত করার হুমকি দেন সম্প্রতি। ৫ মে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিক পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহীন খান বলেন, সিদ্ধান্ত অনুযায়ী সমিতির কোনো সদস্য তাকে নিয়ে ছবি বানাতে পারবে না আপাতত। সে অনুযায়ী শামীম আহমেদ রনির ‘রংবাজ’-এর শুটিং বন্ধ করে দিতে হবে।
সূত্র : পরিবর্তন ডটকম