Select Page

শাকিব খানের বিরুদ্ধে শাপলা মিডিয়ার অভিযোগপত্র, যা বললেন তিনি

শাকিব খানের বিরুদ্ধে শাপলা মিডিয়ার অভিযোগপত্র, যা বললেন তিনি

শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ ছবির মহরতে অন্যদের সঙ্গে শাকিব খান ও সেলিম খান

শাকিব খানকে নিয়ে পরপর সিনেমা করে ঢালিউডে অভিষেক হয় শাপলা মিডিয়ার। কিন্তু একের পর এক ছবি ফ্লপের পর দুরত্ব তৈরিতে বেশি সময় লাগেনি। এবার ‘অপেশাদার আচরণের’ সূত্রে এই নায়কের বিরুদ্ধে অভিযোগপত্র পাঠালো প্রতিষ্ঠানটি।

‘একটু প্রেম দরকার’ ছবিকে ঘিরে এই নোটিশটি অভিযুক্ত শাকিব খানকে দেওয়া ছাড়াও অনুলিপি পাঠানো হয়েছে তথ্য মন্ত্রণালয়, সচিবালয় এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, পরিচালক ও শিল্পী সমিতি বরাবরে।

সেখানে শুটিংয়ে অবহেলা, সময় না দেওয়া ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তোলা হয়।

এ চিঠিতে শাপলা মিডিয়া উল্লেখ করে, ‘‘একটু প্রেম দরকার সিনেমাটিতে আপনাকে আপনার পারিশ্রমিক বাবদ ৬০ লাখ টাকা পরিশোধ সাপেক্ষ ২৬ জুলাই ২০১৮ তারিখে আপনি মহরতে অংশ নেন। এটি মুক্তির দেওয়ার কথা ছিল একই বছরের ১৫ ডিসেম্বর। কিন্তু আপনি নিয়মিত কল টাইমের ৪-৫ ঘণ্টা পরে আসতেন। কোনো দিন আসতেন না। আপনার এসব কার্যকলাপের পরে ছবিটিতে অতিরিক্ত ১ কোটি টাকা খরচ বাড়ে। কিন্তু এখন পর্যন্ত ছবির ডাবিংয়ে আপনি অংশ নেননি।’’

আরও উল্লেখ করা হয়, এর মধ্যে শাকিব খান সেলিম এন্টারপ্রাইজের ‘শাহেন শাহ’, নিজের প্রযোজিত ‘পাসওয়ার্ড’ নির্মাণ ও মুক্তি, ‘বীর’-এর কাজ, ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘আগুন’-এর কাজ করলেও ‘একটু প্রেম দরকার’-এর কাজ শেষ করছেন না।

বিষয়টি নিয়ে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২-৩ দিন শিডিউল দিলেই ডাবিং শেষ হবে। প্রায় দুই মাস শাকিবের কাছে ডেট চাওয়ার পরেও তিনি ডেট দিচ্ছেন না। বাধ্য হয়েই এই নোটিশ আমরা দিয়েছি।’

এদিকে  প্রযোজকের লিখিত অভিযোগকে থোড়াই কেয়ার করে চ্যানেল আই অনলাইনকে শাকিব খান বলেন, ‘নোটিশ পাঠানোর বিষয়ে আমি কিছুই জানি না। আর কেনোই বা নোটিশ দেয়া হলো সেটাও জানি না। হয়তো আলোচনায় আসতেই এমনটা করা হয়েছে।’

‘একটু প্রেম দরকার’-এর ডাবিং না করা প্রসঙ্গে শাকিব বলেন, “দেখুন, ‘একটু প্রেম দরকার’-এর শুটিংয়ের পর বেশকিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এখনো আরো বেশকিছু বিগ প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি। শিগগির ‘আগুন’ ছবির শুটিংয়ে আউটডোরে যাবো, কিন্তু তার আগেই সব পুরনো ও অসমাপ্ত কাজগুলো শেষ করবো। এভাবেই তো সবার সাথে কথা দেয়া। পুরনো কাজগুলো শেষ করে নতুন কাজ শুরু করবো, এই পরিকল্পনা সবাই জানেন। তাহলে আবার নোটিশ কেন!”

প্রযোজকের নোটিশ পাঠানোর বিষয়টিকে অপেশাদারি মনোভাব উল্লেখ করে শাকিব বলেন, ‘এই সময়ে শাপলা মিডিয়া বেশ ভাল করছে। তাদের বেশ কয়েকটা ছবি আমি করেছি। হিট ছবি তাদের উপহার দিয়েছি। কিন্তু হঠাৎ কী এমন হলো, যার জন্য সারা দেশ জানিয়ে নোটিশ পাঠাতে হলো! ব্যক্তিগতভাবে আমি মনে করি, তার (সেলিম খান) মতো প্রযোজকের আরো পেশাদার হওয়া উচিত।’

২০১৮ সালে সেপ্টেম্বরে শুরু হয়েছিলো ‘একটু প্রেম দরকার’ ছবির শুটিং। ছবিতে শাকিবের নায়িকা হিসেবে আছেন শবনম বুবলি। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম ও সুচিস্মিতা মৃদুলা।


Leave a reply