শাকিব খানকে নিয়ে বোকা ছেলের ভাবনা
যারা শাকিব খানের সাথে বেশি দেখা করেন সবাইকে একটা রিকুয়েস্ট করব – আপনারা শাকিবের পেজ চালান কিংবা শাকিবের আত্মীয় যাই হোন না কেন আপনারা শাকিবের শুধু প্রশংসা না করে সমালোচনাও করুন। সব ছবিকে গণহারে ভাল না বলে ভাল ও খারাপ ছবির পার্থক্যটা বুঝিয়ে দিন, ভক্তদের মতামতের গুরুত্ব দিতে বলেন এবং অবশ্যই অবশ্যই এই কথাগুলো বলবেন –
১। ছবি যেন বছরে ৬ টার বেশি না হয় এবং যেন সবগুলো মৌলিক গল্পের হয়।
২। অপুর সাথে ছবি কম করে মাহি, ববি, আঁচল, অমৃতা খান এবং ছোট পর্দার জনপ্রিয় মুখদের সাথে বেশি মুভি করতে ।
৩। ইফতেখার চৌধুরী, রনি, অমিতাভ রেজা, রাজ, ফারুকী, লাভলু সহ ছোট পর্দার মেধাবী পরিচালকদের ছবি করতে ।
৪। পুরনো দিনের ভাল ডিরেক্টর যেমন মালেক আফসারি, শহিদুল ইসলাম খোকন, আজিজুর রহমান সহ যারা এখন ছবি বেশি বানাচ্ছেনা কিংবা এখন পরিচালনা করছেনা তাদের ফিরিয়ে এনে তাদের ছবি তে কাজ করতে ।
৫। বছরে কমপক্ষে একটি হলেও যেন সাহিত্য নির্ভর কিংবা ঐতিহাসিক প্রেক্ষাপটের ছবি করে তবে তা যেন বিগ বাজেটের ছবি হয় ।
৬। নিজের ফিটনেস এর দিকে যেন খেয়াল দেন। সিক্স প্যাঁক না হোক অন্তত ভুরি যেন না থাকে। সব শেষে বলব নিজের বাজার হারানোর আগেই সচেতন যদি না হয় তবে বাজার গেলে তখন ভাল ছবি করেও লাভ হবেনা।
ধন্যবাদ ।
nice
Well Said…
রনি, , রাজ, , মেধাবী পরিচালক ???????? অমিতাভ রেজা AD বানায় , সিনামা কবে বানাইব তার নাই ঠিক ,
ইফতেখার, রাজ- মেধাবী পরিচালক???? এর মত হাস্যরসাত্মক কথা দুটো আছে???
ফারুকী-রনির সাথে কাদের তুলনা??? :O