Select Page

শাকিব-জয়ার শেষ ছবির হল তালিকা

শাকিব-জয়ার শেষ ছবির হল তালিকা

ppdk2মুক্তি পেল সাফি উদ্দিন সাফি পরিচালিত আলোচিত সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’। এর মাধ্যমে দ্বিতীয়বার বড়পর্দায় জুটি হলেন শাকিব খানজয়া আহসান। শোনা যাচ্ছে সিনেমাটির তৃতীয় পর্বে শাকিব থাকছেন না। তাই আপাতত দুই তারকা শেষ ছবি এটি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ইমনমৌসুমী হামিদ

সারাদেশের ৫৫ হলে মুক্তি পেল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’। এবার দেখে নিন হল তালিকা—

ঢাকা : স্টার সিনেপ্লেক্স, ব্লকব্লাস্টার সিনেমাস, বলাকা, অভিসার, আনন্দ, রাজমনি, পূরবী, শাহিন।

ঢাকার বাইরে : মিনি গুলশান (জিঞ্জিরা), সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্ট), মতিমহল  (ডেমরা), নিউ গুলশান (টঙ্গি), উল্কা (জয়দেবপুর), নন্দিতা (সিলেট), সঙ্গীতা (খুলনা), পূরবী (ময়মনসিংহ), পূরবী (চট্টগ্রাম), নিউ রজনীগন্ধা (চালা), পান্না (মুক্তারপুর), মৌসুমী (সিরাজগঞ্জ), কানন (ফেনী), মমতা(মাদবদী), রূপকথা (পাবনা), বর্ণালী (শাহজাদপুর), রূপকথা (শেরপুর), মাধবী (মধুপুর), তাজ (নওগাঁ), হীরামন (নেত্রকোনা), পান্না (চুয়াডাঙ্গা), পালকি (চান্দিনা), অন্তরা (মেলান্দহ), মোহনা (কোনাবাড়ী), মোহন সিনেমা (হবিগঞ্জ), ছবিঘর (ঝিনাইদহ), বসুন্ধরা (রাজবাড়ী), রাজমহল (চাঁপাইনবাবগঞ্জ), মুন (মুক্তাগাছা), রূপসী (ভোলা), রাজমনি (বোরহানউদ্দিন), মেঘনা (আশুগঞ্জ), ছন্দা (হাসনাবাদ), লাবনী (সাতক্ষীরা), রুনা (চালাকচর), রাজিয়া (নাগরপুর), মণিহার (মাদবপুর), রেনাস (সখিপুর), সুরভী (শিবচর), সোনালী (টেকেরহাট) ও রাজমহল (মতলব)।


Leave a reply