শিমুল খানের পথ চলা
চলচ্চিত্রে শিমুল খানের পথ চলা বেশিদিনের নয়। মু্ক্তি পেয়েছে মাত্র দুটি ছবি- দেহরক্ষী ও কিছু আশা কিছু ভালোবাসা। দুটিতেই খল চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু অভিনয় দক্ষতা ফাঁকি দিতে পারেনি দর্শক ও নির্মাতাদের চোখকে। চুক্তিবদ্ধও হয়েছেন একের পর এক ছবিতে।
র্যাম্প থেকে চলচ্চিত্রে আসা শিমুল খানের একটি ফেসবুক স্ট্যাটাস সূত্রে জানা গেল শুধু খলনায়কই নয়, নায়ক চরিত্রেও তিনি অভিনয় করছেন। এছাড়া তার উপর আস্থা রেখেছেন নবীন পরিচালকরা।
তিনি জানান, ‘মুক্তির অপেক্ষায় আছে আদম দৌলা পরিচালিত জার্মান চলচ্চিত্র বৈষম্য | এই ছবিটি আগামী বছরের ফেব্রুয়ারী তে জার্মানির বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হতে যাচ্ছে এবং বাংলাদেশ সহ বিশ্বের একাধিক দেশে শুভমুক্তি পেতে যাচ্ছে|’
এছাগা শিগগির যেসব ছবির শুটিং চলছে অথবা কাজ শুরু হবে- দ্য স্টোরি অব সামারা, মোস্ট ওয়েলকাম-2, ইটিশ পিটিশ প্রেম, উইপোকা, ব্যাড স্টোরি, ওয়ান ওয়ে, দ্যা টেররিষ্ট, নেকড়ে অরণ্য ও দেশা দ্যা লিডার।
তিনি জানান, ‘উইপোকা, ইটিশ পিটিশ প্রেম, নেকড়ে অরণ্য, ব্যাড স্টোরি চলচ্চিত্রগুলোতে নায়ক চরিত্রে অভিনয় করছি।’