শিলার ক্ষনিকের ভালোবাসা
বছরের অন্যতম ব্যাবসা সফল চলচ্চিত্র ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘হিটম্যান’র গল্পের প্রয়োজনে একটি আইটেম গানে অভিনয় করেই সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন অভিনেত্রী শিলা। পুরো নাম শিরিন শিলা হলেও নায়িকা হিসেবে প্রতিষ্ঠা চান শিলা নামে। ঢাকার ডেমরার মেয়ে শিলা ছোটবেলা থেকেই নাচ শিখেছেন সুরছন্দ ললিতকলা একাডেমিতে। অভিনয় করেছেন শিশুশিল্পী হিসেবে বেশ কিছু নাটকে। আগামী ২৬ ডিসেম্বর আসছে মূল নায়িকা হিসেবে শিলা অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ক্ষণিকের ভালোবাসা‘।
মধ্যবিত্ত পরিবারের মেয়ে শিলা। শিলার সঙ্গে প্রেম করেন ইমরান। এক পর্যায়ে শিলাকে বিয়ে করবে বলে কক্সবাজরে নিয়ে যায় ইমরান। সত্যিকার অর্থে ইমরান শিলাকে ভালোবাসে না। শিলাকে পাচারকারিদের কাছে বিক্রী করতেই সেখানে নিয়ে যায়। শিলা তখন সেখান থেকে পালিয়ে যায়। এ সময় দেখা হয় জয়ের সঙ্গে। জয় শিলাকে আশ্রয় দেয়। এক পর্যায়ে দুজন দুজনকে ভালোবেসে ফেলে। কিন্তু সে ভালোবাসাও ক্ষনিকের। এমন গল্পকে কেন্দ্র করেই গড়ে ওঠেছে ‘ক্ষনিকের ভালোবাসা’ সিনেমার গল্প। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবুল কাসেম মন্ডল। শিলা ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জয় চৌধুরী, অধির ইমরান, রেবেকা, সুব্রত, সিরাজ হায়দারসহ আরো অনেক। চলচ্চিত্রটি ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এতে গান থাকেছে মোট পাঁচটি। এর মধ্যে একটি আইটেম সং রয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে এ সিনেমাটি দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে।
ক্ষনিকের ভালোবাসা ছাড়াও প্রবাসী ডন, মিয়া বিবি রাজী চলচ্চিত্রে অভিনয় করছেন শিলা