Select Page

শিল্পকলায় ১৩ চলচ্চিত্র

শিল্পকলায় ১৩ চলচ্চিত্র

uttorer-sur

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ উৎসবের ১২তম মাসের প্রদর্শনী অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৩১ মার্চ)। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দেখানো হবে শাহনেওয়াজ কাকলীর ‘উত্তরের সুর‘।

চলতি মাসের প্রদর্শনীর জন্য ১৩টি চলচ্চিত্র নির্বাচন করেছেন জুরি সদস্যরা। এর মধ্যে আছে ৯টি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র, ২টি প্রামাণ্যচলচ্চিত্র, ১টি স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র ও ১টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। এর মধ্যে ৭টি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র, ১টি অ্যানিমেটেড চলচ্চিত্র ও ১টি প্রামাণ্যচলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে।

বিকেল ৩টায় প্রদর্শিত হবে, ৯টি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র, ১টি অ্যানিমেটেড চলচ্চিত্র ও ১টি প্রামাণ্যচলচ্চিত্র।

উৎসবে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘ব্যাকবোন’ নির্মাতা শক্তি বণিক, ‘দ্য লিগাসি’ নির্মাতা কামরুন নাহার (উদ্বোধনী প্রদর্শনী), ‘নো গড’ নির্মাতা রামকৃষ্ণ সাহা (উদ্বোধনী প্রদর্শনী), ‘দ্য সিক্রেট পেইন’ নির্মাতা মিরাজ মৃত্তিক (উদ্বোধনী প্রদর্শনী), ‘আঁচড়’ নির্মাতা সাক্ষ্য শহীদ (উদ্বোধনী প্রদর্শনী), ‘নারী ও বাহন : কেউ কারো নয়’ নির্মাতা বিনু মাহবুবা (উদ্বোধনী প্রদর্শনী), ‘ফ্লাওয়ারস ইন দ্য নেকেড সিটি’ নির্মাতা সুমায়া ইসলাম, ‘ওয়েক আপ’ নির্মাতা ফরিদুল আহসান সৌরভ (উদ্বোধনী প্রদর্শনী), ‘আপসাইড ডাউন’ নির্মাতা অদ্রি হৃদয়েশ, অ্যানিমেটেড চলচ্চিত্র ‘রিদম অব রাইমস’ নির্মাতা মো. শরিফুল আলম (উদ্বোধনী প্রদর্শনী) এবং প্রামাণ্যচলচ্চিত্র ‘টু ডিফাইন এ ব্যাড গার্ল’ নির্মাতা শারমিন শামস।

বিকেল ৫টায় নির্মাতা জাহিদ গগনের প্রামাণ্যচলচ্চিত্র ‘১টি মৃত্যু= ৩ বিঘা জমি’ এর উদ্বোধনী প্রদর্শনী হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে শাহনেওয়াজ কাকলী নির্মিত কাহিনী চলচ্চিত্র ‘উত্তরের সুর’।


Leave a reply