সাবাস! দ্বিতীয় সপ্তাহে ৫ গুণ হলে ‘পরাণ’, দেখুন তালিকা
এক লাফে দ্বিতীয় সপ্তাহে ৫ গুন প্রেক্ষাগৃহে রায়হান রাফী পরিচালিত ঈদুল আজহার ছবি ‘পরাণ’। প্রথম সপ্তাহে ১১টি হল পেয়েছিল সিনেমাটি, দ্বিতীয় সপ্তাহে দাঁড়িয়েছে ৫৫টি।
স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার ও বঙ্গবন্ধু আর্মি মিউজিয়াম আউটলেট এবং ব্লকবাস্টার সিনেমাস, আজাদ, মধুমিতা, চিত্রামহল, শ্যামলী, আনন্দ, বিজিবি অডিটোরিয়াম, সেনা অডিটোরিয়াম, গীত, সাভারের সেনা অডিটোরিয়াম, চন্দ্রিমা ও কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে ঢাকার দর্শকেরা দেখতে পাবেন ‘পরাণ’।
ঢাকার বাইরে দেখা যাবে— সিলভারস্ক্রিন, সিনেমা প্যালেস, সুগন্ধা সিনেপ্লেক্স (চট্টগ্রাম), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), ঝুমুর (গাজীপুর), পূরবী (ময়মনসিংহ), শঙ্খ, চিত্রালী (খুলনা), দর্শন (ভৈরব), চাঁদমহল (কাঁচপুর), সিনেস্কোপ, নিউমেট্রো (নারায়ণগঞ্জ), নবীন (মানিকগঞ্জ), মমতা (মাধবদী), পান্না (মুক্তারপুর), ছন্দা (হাসনাবাদ), মনিহার (যশোর), শাপলা (রংপুর), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), নন্দিতা (সিলেট), অভিরুচি (বরিশাল), চিত্রবাণী (গোপালগঞ্জ), সংগীতা (সাতক্ষীরা), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), মালঞ্চ (টাঙ্গাইল), রাজমহল (চাপাইনবাবগঞ্জ), রূপকথা (শেরপুর), সাধনা (রাজবাড়ী), মোহন (হবিগঞ্জ), মুন (মুক্তাগাছা), মনিকা (শায়েস্তাগঞ্জ), চলন্তিকা (গোপালদী), পালকী (চান্দিনা), আলীম (মঠবাড়িয়া), রাজ (কুলিয়ারচর), ছন্দা (পটিয়া) ও ভাই ভাই (সখিপুর) সিনেমা হলে।
‘পরাণ’-এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান। আরও আছেন রাশেদ মামুন অপু, শিল্পী সরকার অপু, রোজী সিদ্দিকী ও নাসির উদ্দিন খান।