সারাদেশে কার্তুজ (হল তালিকাসহ)
চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত প্রথম চলচ্চিত্র কার্তুজ সারাদেশে মুক্তি পেয়েছে শুক্রবার। রাজলক্ষ্মী প্রোডাকশনের ব্যানারে নির্মিত কার্তুজ ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সম্রাট ও ফারজানা রিক্তা।
সামাজিক অ্যাকশন ধাচেঁর এ চলচ্চিত্রে আরও অভিনয়ে রয়েছেন নায়করাজ রাজ্জাক, প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলাম, সিরাজ হায়দার, শিরীন আলম, সোহান খান, নিপুণ, শিমুল খান ও বাপ্পারাজ। ছবির গল্প লিখেছেন ছটকু আহমেদ।
নিচে হলের দেওয়া হল—
রাজধানী : শ্যামলী, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, আগমন, সনি, সৈনিকক্লাব, মধুমিতা, চিত্রামহল, পুনম, এশিয়া,আনন্দ,রাজমনী।
সারাদেশে : মনিহার (যশোর), উপহার (রাজশাহী), রুমা (মুক্তাগাছা), ছবিঘর (ঝিনাইদহ), রাজমনি (বোরহান উদ্দিন), রূপকথা (পাবনা), শাপলা (ভালুকা), ঝংকার (পাঁচদোনা), চাঁদমহল (কাঁচপুর), চন্দ্রিমা (সাভার), শাপলা (রংপুর), নবীন (মানিকগঞ্জ), সংগীতা (সাতক্ষীরা), চম্পাকলি (টঙ্গী), পূরবী (ময়মনসিংহ), কানন (সাগরদিঘী), মাধবী (মধুপুর), কেয়া (টাঙ্গাইল), মধুমতী (কুমিল্লা), মুন (হোমনা), মানসী (কিশোরগঞ্জ), সাগরিকা (চালা), সাধনা (রাজবাড়ি), হীরামন (নেত্রকোনা), শংখ (খুলনা), চিত্রালী (খুলনা), রাজিয়া (নাগরপুর) উল্কা (জয়দেবপুর), নিউমেট্রো (নারায়ণগঞ্জ), কাকলী (শেরপুর), হ্যাপি (লক্ষ্মীপুর), মনোয়ারা (জামালপুর), রানীমহল (ডেমরা), আলীম (মঠবাড়িয়া), তিতাস (পটুয়াখালী), বনলতা (ফরিদপুর), অভিরুচি (বরিশাল), রূপসী (ভোলা), শাহিন (বল্লাবাজার)।