Select Page

সাহেব/ শাকিব খান নয় রাজ-ইধিকা

সাহেব/ শাকিব খান নয় রাজ-ইধিকা

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ ছবির পর ভার্সেটাইল মিডিয়ার নতুন ছবি ‘সাহেব’-এও শাকিব খানের অভিনয়ের কথা নিশ্চিত করেছিলেন প্রযোজক আরশাদ আদনান। এবার তিনি জন্মদিনে জানালেন, শাকিব নয়, ‘সাহেব’ ছবিতে থাকছেন শরিফুল রাজ। নায়িকা থাকবেন ইধিকা পাল।

নিজের জন্মদিনের সন্ধ্যায় ‘সাহেব’ ছবি নিয়ে এমন ঘোষণা দিলেন আরশাদ আদনান। তিনি বলেন, ‘সাহেব’ পরিচালনা করবে সাইফ চন্দন। ছবির উপদেষ্টা হিসেবে থাকবেন হিমেল আশরাফ। ২০২৫ এর রোজার ঈদে ছবিটি মুক্তি পাবে।

আরশাদ আদনান আরও বলেন, শাকিবকে নিয়ে আবার বড় করে নতুন প্ল্যান করছি। ওই ছবির গল্পের কাজ চলছে। সবশেষ হলে আমরা সেটাও ঘোষণা দেব।

‘সাহেব’ হবে অ্যাকশন ধাঁচের ছবি। আব্বাস, লোকালের পর পরিচালক সাইফ চন্দনের এটি হতে যাচ্ছে নতুন ছবি।

এদিকে সাইফ চন্দন জানান, জুলাই থেকে তিনি শুটিংয়ে নামবেন। ইতোমধ্যে শরিফুল রাজ ও ইধিকা পালকে ছবির জন্য চূড়ান্ত করেছেন।

এর আগে হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ নামে একটি ছবিতে রাজ-ইধিকা অভিনয় করেছেন। সেই ছবিটি মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে তারা আবার ‘সাহেব’ ছবিতে জুটিবদ্ধ হতে যাচ্ছেন। খবর চ্যানেল আই অনলাইন


মন্তব্য করুন