Select Page

কোথায় দেখবেন ‘মেয়েটি এখন কোথায় যাবে’

কোথায় দেখবেন ‘মেয়েটি এখন কোথায় যাবে’

হল তালিকা মেয়েটি এখন কোথায় যাবে

নাদের চৌধুরী পরিচালিত ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত মেয়েটি এখন কোথায় যাবে সারাদেশে মুক্তি পেয়েছে শুক্রবার। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও পরিবেশিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা জলি এবং চিত্রনায়ক শাহরিয়াজ। এছাড়া অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ। মেয়েটি এখন কোথায় যাবে ছবির প্রথম সপ্তাহের হল তালিকা দেওয়া হল।

ঢাকা : বলাকা, সৈনিক ক্লাব, শ্যামলী, পুনম, গীত, মধুমিতা, চিত্রামহল, রাণীমহল ও পূর্নিমা।

ঢাকার বাইরে : সেনা অডিটোরিয়াম (সাভার), কাকলী (শেরপুর), কেয়া (টাঙ্গাইল), মানসী (কিশোরগঞ্জ), মডার্ন (দিনাজপুর), বর্ষা (জয়দেবপুর), মধুমতি (ভৈরব), মধুমতি (কুমিল্লা), মমতাজ (সিরাজগঞ্জ), মনিহার (যশোর), মনোয়ার (জামালপুর), নিউ গুলশান (জিঞ্জিরা), নিউ মেট্টো (নারায়ণগঞ্জ), নিউ রজনীগন্ধা (চালা), নবীন (মানিকগঞ্জ), নন্দিতা (সিলেট), অভিরুচি (বরিশাল), চম্পাকলি (টঙ্গী), ছায়াবাণী (ময়মনসিংহ), চাঁদমহল (কাঁচপুর), শাপলা (রংপুর), শঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা), সোনিয়া (বগুড়া), ঝংকার (পাঁচদোনা), উপহার (রাজশাহী), উল্লাস (বীরগঞ্জ), ছন্দা (কালিগঞ্জ) ও রাজু (ঈশ্বরদী)।


Leave a reply